Happy Birthday Rajinikanth
Happy Birthday Rajinikanth: ১ম সিনেমায় পেয়েছিলেন মাত্র '২ হাজার' টাকা, আজ 'কোটি টাকা'র সম্পত্তির মালিক! সুপারস্টার রজনীকান্ত সম্পর্কে জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau : দক্ষিণের বিখ্যাত সুপারস্টার ‘দ্য গ্রেট রজনীকান্ত’ (The Great Rajinikanth) শুধুমাত্র দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি নয় বলিউডেও (Bollywood) তাঁর বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেছেন। গোটা ভারতের ‘থালাইভা’ আজ অর্থাৎ ১২ই ডিসেম্বর ৭৩ বছরে পা রাখলেন। আজ আমরা এই বিশিষ্ট অভিনেতার সম্পর্কে বলতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক তাঁর জীবন কাহিনী। (Happy Birthday Rajinikanth)

শৈশব ছিল সংগ্রামে ভরা (Rajinikanth Life Story)

রজনীকান্ত (Rajinikanth) ১৯৫০ সালের ১২ই ডিসেম্বর বেঙ্গালুরুর একটি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। অভিনেতার আসল নাম শিবাজি রাও গায়কোয়াড় (Shivaji Rao Gaikwad)। শৈশবে তিনি তাঁর মাকে হারিয়েছিলেন। বাড়িতে মারাঠি ও কন্নড় ভাষা শিখে বড় হয়েছেন। মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে অভিনয়ে ডিপ্লোমা করার সময় তিনি তামিল শেখেন। তাঁর শৈশব ছিল কষ্টে ভরা। অভিনয় জগতে পা রাখার আগে তিনি বাস কনডাক্টরের কাজ করতেন। এমনকি তিনি কুলি ও কাঠের মিস্ত্রি হিসেবেও কাজ করেছেন। কিন্তু, আজ তিনি বিভিন্ন স্তরে বিশ্বব্যাপী স্বীকৃতি এবং সাফল্য অর্জন করেছেন। (Happy Birthday Rajinikanth)

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

Happy Birthday Rajinikanth
Happy Birthday Rajinikanth: ১ম সিনেমায় পেয়েছিলেন মাত্র ‘২ হাজার’ টাকা, আজ ‘কোটি টাকা’র সম্পত্তির মালিক! সুপারস্টার রজনীকান্ত সম্পর্কে জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

প্রায় ১১টি সিনেমার রিমেক করেছেন

রজনীকান্তের ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি খুব আগ্রহ ছিল। রুপোলি পর্দায় পা রেখেছিলেন খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত অমিতাভ বচ্চনের ‘ডন’ (Don) নামক সিনেমাটি বিল্লার নাম নিয়ে দক্ষিণে রিমেক হয়েছিল, যেখানে রজনীকান্ত অভিনয় করেছিলে। এই সিনেমাটি সুপারহিট হয়েছিল। এর থেকেই রজনীকান্ত পরিচিতি পান। রজনীকান্ত, অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) একজন বড় ভক্ত। তিনি তাঁর চলচ্চিত্র জীবনে এখনো পর্যন্ত অমিতাভ বচ্চনের প্রায় ১১টি চলচ্চিত্রের রিমেক করেছেন। ২০১০ সালে মুক্তি প্রাপ্ত রজনীকান্তের কল্পবিজ্ঞান ঘরানার সিনেমা ‘এনথিরন’ (Enthiran), একমাত্র তামিল সিনেমা, যা বিশ্বের মধ্যে আইএমডিবির সেরা ৫০এর তালিকায় নিজের জায়গা করে নেয়।

থালাইভা নামে খ্যাত (Also known as ‘Thalaiva’)

১৯৮১ সালে রজনীকান্ত বিয়ে করেন। তাঁর দুই কন্যাসন্তান রয়েছে। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ৪৩০ কোটি টাকা। রজনীকান্ত প্রায় ৫০ বছর ধরে তাঁর কর্মজীবনে প্রায় ১৭০এরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। দক্ষিণের মানুষ রজনীকান্তকে ভগবান মনে করে। সেখানকার লোকেরা তাঁকে থালাইভা (Thalaiva) নামেও ডাকে, যার অর্থ সুপারস্টার।

Happy Birthday Rajinikanth
Happy Birthday Rajinikanth: ১ম সিনেমায় পেয়েছিলেন মাত্র ‘২ হাজার’ টাকা, আজ ‘কোটি টাকা’র সম্পত্তির মালিক! সুপারস্টার রজনীকান্ত সম্পর্কে জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

পেয়েছেন একাধিক পুরস্কার

পদ্মবিভূষণ (Padma Vibhushan) এবং দাদাসাহেব ফালকে পুরস্কার (Dadasaheb Phalke Award) বিজয়ী সুপারস্টারকে ২০১০ সালে ফোর্বস ইন্ডিয়া দ্বারা ‘সবচেয়ে প্রভাবশালী ভারতীয়’এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। রজনীকান্ত ২০২১ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন।

iQOO 12 launch in India: ভারতের বাজারে লঞ্চ হলো আইকিউ ১২ স্মার্টফোন! কী কী ফিচার পাওয়া যাবে? একনজরে দেখে নিন

 

 

 

IPL 2024 Auction List Announced: আইপিল করলো চূড়ান্ত তালিকা প্রকাশ! নিলামে উঠছেন ৩৩৩ জন ক্রিকেট তারকা

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)