Happy Birthday Yuvraj Singh
Happy Birthday Yuvraj Singh : একসময় IPL-এ পাননি সম্মান! অপমানিত হয়েছিলেন বারংবার! ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের জন্মদিনে জানুন তাঁর জীবনের অজানা অধ্যায়, গ্রাফিক্স বাহক

Bahok News Bureau : যখনই ভারতীয় ক্রিকেট দলের ইতিহাস লেখা হবে, তখন ইতিহাসের পাতায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) নাম স্থান পাবে। তিনি ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন এবং সাদা বলের ফর্ম্যাটে দেশের সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে তিনি একজন। ২০১১ সালের বিশ্বকাপে সময় যুবরাজ সিং ক্যান্সারের মত মারণ রোগের বিরুদ্ধে লড়াই করে ফের কামব্যাক করেছিলেন। সিক্সার কিং নামে পরিচিত যুবরাজ ভারতীয় দলকে অনেক ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজ এই সিক্সার কিংয়ের জন্মদিন। তিনি ৪২ বছর বয়সে উপনীত হয়েছেন। আজ আমরা আপনাদের যুবরাজ সিংয়ের জীবনের সাথে সম্পর্কিত একটি ঘটনা বলতে চলেছি, যা আপনাকে বেশ অবাক করে দিতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত। (Happy Birthday Yuvraj Singh)

Happy Birthday Yuvraj Singh : একসময় IPL-এ পাননি সম্মান! অপমানিত হয়েছিলেন বারংবার! ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের জন্মদিনে জানুন তাঁর জীবনের অজানা অধ্যায়, গ্রাফিক্স বাহক

যুবরাজের জীবন

তিনি ১৯৮১ সালের ১২ই ডিসেম্বর চণ্ডীগড়ে (Chandigarh) জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছোট থেকেই একজন স্কেটার হতে চেয়েছিলেন, কিন্তু তাঁর বাবা যোগরাজ, তাঁকে একজন ক্রিকেটার বানিয়েছিলেন। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় বলে পরপর ছয়টি ছক্কা মেরে যুবরাজ সিংকে পরের বছর শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের (Kings 11 Punjab) অধিনায়ক করা হয়েছিল। তিনি ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক ছিলেন। এরপর এমন কিছু ঘটনা ঘটেছিল যে, তিনি দল ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং পরবর্তী বেশ কয়েকটি মরসুমে তিনি সাহারা পুনে ওয়ারিয়র্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স প্রভৃতি দলের অংশ ছিলেন, কিন্তু পাঞ্জাবের হয়ে আর খেলেননি। (Happy Birthday Yuvraj Singh)

Happy Birthday Yuvraj Singh
Happy Birthday Yuvraj Singh : একসময় IPL-এ পাননি সম্মান! অপমানিত হয়েছিলেন বারংবার! ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের জন্মদিনে জানুন তাঁর জীবনের অজানা অধ্যায়, গ্রাফিক্স বাহক

কিংস ইলেভেন পাঞ্জাব সম্পর্কে কি বললেন তিনি?

একটি সাক্ষাৎকারে যুবরাজ সিং (Yuvraj Singh), কিংস ইলেভেন পাঞ্জাব দলের সম্পর্কে বলেছিলেন যে, দুর্বল ব্যবস্থাপনার কারণে তিনি দল ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। নিজের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে যুবরাজ বলেন, ‘আমার কোনো কথায় কান দেওয়া হয়নি। আমার কথা মতো তারা কিছুই করেনি। যখন আমি দল ছেড়েছিলাম, তখন তারা সেই সব খেলোয়াড়দের কিনেছিল, যাদের কথা আমি তাদের কাছে বলেছিলাম। পাঞ্জাব দলের জার্সি ছাড়া আমার আর অন্য কিছুর প্রতি ভালোবাসা ছিলনা।’

Happy Birthday Yuvraj Singh : একসময় IPL-এ পাননি সম্মান! অপমানিত হয়েছিলেন বারংবার! ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের জন্মদিনে জানুন তাঁর জীবনের অজানা অধ্যায়, গ্রাফিক্স বাহক

প্রসঙ্গত, নেস ওয়াদিয়া এবং প্রীতি জিনতার মালিকানাধীন কিংস ইলেভেন পাঞ্জাব এখন পাঞ্জাব কিংস হিসাবে নামকরণ করা হয়েছে। আইপিএল (IPL) শুরু হওয়ার ১৫ বছর পরেও দলটি এখনো তার প্রথম শিরোপা খুঁজছে। যুবরাজের আইপিএল ক্যারিয়ার সম্পর্কে কথা বলতে গেলে, তিনি ১৩২ ম্যাচে ২৭৫০ রান করেছেন, যার মধ্যে ১৩টি হাফ সেঞ্চুরি রয়েছে। এর পাশাপাশি তিনি বোলিংয়ে দুইবার হ্যাটট্রিকও অর্জন করেছেন।

Unknown Facts-Less Populated Country: বিশ্বের ক্ষুদ্রতম স্বঘোষিত দেশ! রয়েছে রাজা-রানি, মুদ্রা ও পাসপোর্ট! দেশটির নাম কী? জানুন বিস্তারে

Article 370 Abolition SC Verdict: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তি নিয়ে ঐতিহাসিক রায়দান সুপ্রিম কোর্টের, কী জানালো দেশের শীর্ষ আদালত? জানুন বিশদে

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)