Bahok News Bureau: এই মাস হল সেই মাস, যে মাসে স্বাধীনতা পেয়েছিল আমাদের দেশ ‘ভারতবর্ষ’। প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের পরে মুক্তির স্বাদ পেয়েছিল ভারতবাসী। যদিও, এর এক বিরাট ক্ষতিপূরণও দিতে হয়েছিল ভারতকে (India)। তবে, সমস্ত স্বাধীনতা সংগ্রামী নেতা (Freedom Fighters) ও অগুনিতক দেশবাসীর সংগ্রামের পরে যে স্বাধীনতার (Freedom) স্বাদ পাওয়া গেছিল, যে স্বাধীন বাতাসের স্পর্শ অনুভব করতে পারা গেছিল, তা নিঃসন্দেহে অতুলনীয়।
এইসবেরই মাঝে আর পাঁচটা দিনের থেকে একটু আলাদাভাবে ভারতের ৭৫-তম স্বাধীনতা দিবসের স্বাদ যদি বিশেষভাবে অনুভব করতে চান এবং এই উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ (Azadi Ka Amrit Mahotsav)-এর আওতায় ‘হার ঘর তেরঙ্গা’ (Har Ghar Tiranga) উদযাপন করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এই পদ্ধতি অবলম্বন করলে আপনার বেশি টাকাও খরচ হবে না। একইসঙ্গে আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন ৩০ ইঞ্চি দৈর্ঘ্য ও ২০ ইঞ্চি প্রস্থ সম্পন্ন ভারতের জাতীয় পতাকা (National Flag of India)।
ভারতীয় ডাক বিভাগের (The Department of Post) উদ্যোগে জাতীয় পতাকা পাওয়ার জন্য কোনো রকমের অতিরিক্ত খরচ করতে হবে না। এমনকি কোনো রকমের ডেলিভারি চার্জও (Without Delivery Charge) লাগবে না। তবে, ভারতের ডাক বিভাগ পোর্টালে (The Post Office Portal) গিয়ে আপনাকে শুধুমাত্র কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। আর অনলাইনে অর্ডার (Online Order) করার পরেই মাত্র ২৫ টাকায় আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন ভারতের জাতীয় পতাকা (Indian Flag)। উল্লেখ্য, এই পতাকা বিনা পোলেই আসবে।
মাত্র ২৫ টাকায় (Only in Rs. 25) ভারতের জাতীয় পতাকা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে epostoffice.gov.in পোর্টালে। এই পোর্টালে ২৮শে জুলাই তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি (notice from the Department of Post) অনুযায়ী, গ্রাহককে ভারতীয় ডাক বিভাগ থেকেই পতাকাটি অর্ডার করতে হবে এবং সেই পতাকার মূল্য দিতে হবে। এরপরেই নিকটবর্তী পোস্ট অফিস থেকে মজুত থাকা ‘তেরঙ্গা’ (Tiranga) ডেলিভারি চার্জ ছাড়াই পেয়ে যাবেন। এইসবটাই উল্লেখ করা হয়েছে ডাকবিভাগের বিজ্ঞপ্তিটিতে।
আরও পড়ুন: এবার ‘কেনা’ যাবে ‘সময়’! সুইজারল্যান্ডে প্রথম শুরু, ভারতেও সম্ভব কি?
কীভাবে অনলাইনে ‘তেরঙ্গা’ অর্ডার করবেন? (How to order Tiranga online)
- প্রথমে আপনাকে epostoffice.gov.in-এ যেতে হবে।
- এই পোর্টালে গিয়ে আপনাকে সাইন আপ (sign up) করতে হবে।
- সাইন আপ করা হয়ে গেলে লগ ইন (log in) প্রয়োজনীয় তথ্যাবলী আপনাকে দিতে হবে।
- এরপরে, ‘Products’ লেখা অপশনের অধীনে থাকা ‘ন্যাশনাল ফ্ল্যাগ’ (National Flag) অপশনে ক্লিক করে সেটাকে শপিং কার্টে (shopping cart) অ্যাড করুন।
- এখন কিনুন (Buy now)-এ ক্লিক করার পরে নিজের মোবাইল নম্বর অ্যাড করুন এবং ওটিপি যাচাই করুন।
- তারপরে, সোজা চলে যান ‘প্রসিড টু পেমেন্ট’ (Proceed to Payment)-এ যান এবং সুবিধামতো পেমেন্ট পদ্ধতি অবলম্বন করে ২৫ টাকা পে করুন।
উল্লেখ্য, আপনি পোস্ট অফিসে গিয়েও সরাসরি ‘তেরঙ্গা’ কিনে আনতে পারেন।