Bahok News Bureau: বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ (Indian Premier League 2023) চলছে। এই খেলাতেই দেখতে পাওয়া গেল পান্ডিয়া ব্রাদার্সদের দুর্দান্ত প্রদর্শন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) দুই ভাই মিলে নতুন দলের কামান সামলালেন। এইদিন দুই ভাই মিলে আইপিএল (IPL)-এর ইতিহাসে গড়লেন নতুন রেকর্ড। দুই ভাইয়ের জুটি আইপিএল-এর ইতিহাসে প্রথম সফল ‘অধিনায়ক ভাইদ্বয়‘য়ের পরিচিতি পেল (Hardik-Kunal Captainship)।
আইপিএল ২০২২-এ একাধিক নতুন দল খেলার অংশ হয়। এই তালিকায় যুক্ত হয় গুজরাট টাইট্যান্স (GT) ও লখনৌ সুপার জায়ান্টস (LSG) নামক দুটি টিম। প্রথম সিজনে হার্দিক পান্ডিয়াকে গুজরাটের দলের অধিনায়ক করা হয়েছিল। সেইবারে ফাস্ট বোলার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নিজের অধিনায়কত্বের দৌলতে গুজরাটকে প্রথম সিজনে চ্যাম্পিয়ন বানিয়ে দেয়।
■ গুজরাট টাইট্যান্স, লখনৌ সুপার জায়ান্টস ও পান্ডিয়া ব্রাদার্সদের চুক্তি:
গুজরাটের দল হার্দিক পান্ডিয়াকে ১৫ কোটি টাকার পরিবর্তে চুক্তিবদ্ধ করে। স্পিন অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে লখনৌয়ের দল ৮.২৫ কোটি টাকায় দলের অংশ বানায়। লখনৌয়ের দল ক্রুনাল পান্ডিয়ার কাঁধে সহ অধিনায়কের দায়িত্ব দেয়। এই দলের কামান সামলান কে এল রাহুল (K L Rahul)।
■ কীভাবে অধিনায়কত্ব পেলেন ক্রুনাল পান্ডিয়া?
বর্তমানে আইপিএল ২০২৩ (IPL 2023) চলছে। এই সিজনে ১লা মে তারিখে লখনৌ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে নবমতম ম্যাচ খেলে। এই ম্যাচে চোট পেয়ে আহত হয়ে যান কে এল রাহুল। এই অবস্থায় তিনি টুর্নামেন্টের বাইরে হয়ে গেলে লখনৌ টিমের অধিনায়কত্ব সামলান হার্দিক পান্ডিয়ার ভাই ক্রুনাল পান্ডিয়া। এইভাবে ক্রুনাল পান্ডিয়া অধিনায়ক হওয়ার সুযোগ পান।
■ আইপিএল ২০২৩ ও পান্ডিয়া ব্রাদার্স:
৩রা মে তারিখে তথা গত বুধবারে এলএসজি (LSG) দশম ম্যাচ খেলে চেন্নাই সুপার কিংস (CSK)-এর বিরুদ্ধে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এই ম্যাচেই ৩২ বছরে বয়সে তিনি প্রথমবার লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব করেন। এইভাবে পান্ডিয়া ব্রাদার্স প্রথম ‘আইপিএল-এর সফল অধিনায়ক ভাইদ্বয়‘য়ের খেতাব পায়।
হার্দিক ৯২-তম আইপিএল ম্যাচে প্রথমবার অধিনায়ক হওয়ার সুযোগ পেয়েছিলেন। ক্রুনাল ১০৮-তম আইপিএল ম্যাচে প্রথমবার অধিনায়ক হন। ২০২২ সালের আগে পর্যন্ত হার্দিক ও ক্রুনাল মুম্বাই ইন্ডিয়ান্স (MI) দলের হয়ে আইপিএল-এ খেলতেন। মুম্বাইয়ের দল থেকে আলাদা হওয়ার পরে দুই ভাইয়ের ভাগ্য বদলে যায়। বর্তমানে দুই ভাই দুই পৃথক আইপিএল টিমের অধিনায়ক।