বাহক নিউজ় ব‍্যুরো: অস্কার দৌড়ে নাম লিখিয়েছিল সুজিত সরকার পরিচালিত ‘সর্দার উধম’। কিন্তু সেই খবর প্রকাশ্যে আসার পর রাতারাতি ৯৪ তম একাডেমি অ্যাওয়ার্ড এর তালিকা থেকে ছিটকে গেল এই ছবি । সিনে-বাণিজ্যবিশ্লেষক থেকে শুরু করে দর্শকদের এত প্রশংসা অতিরিক্ত নাম্বার যোগ করতে পারলোনা ‘সর্দার উধম’ এর অস্কার মার্কশিটে।

কারণটা কি? অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এর জুড়ি মেম্বার ইন্দ্রদীপ দাশগুপ্ত এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গ্লোবালাইজেশনের যুগে ব্রিটিশদের প্রতি এত ঘৃণা দেখানো ঠিক নয়’ আর সেই মন্তব্য শুনে বেজায় চটেছেন দর্শকদের একাংশ। তবে অন্যদিকে ইতিহাস বিকৃত করার অভিযোগও উঠেছে এই সিনেমায় বিরুদ্ধে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও খ্যাতনামা মিউজিক কম্পোজার অবশ্য প্রশংসা‌ও করেছেন এর পাশাপাশি। তাঁর কথায়,’জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি নিঃসন্দেহে ভালো। কি অসাধারণ সিনেমাটোগ্রাফি। একজন স্বাধীনতা সংগ্রামীর জীবন কাহিনী পারদর্শিতার সঙ্গে পর্দায় তুলে ধরা হয়েছে। তবে বেজায় বড় দৈর্ঘ্যের সিনেমা। কিন্তু সিনেমায় ব্রিটিশদের প্রতি যেভাবে ভারতীয়দের ঘৃণা তুলে ধরা হয়েছে আজকের গ্লোবালাইজেশনের যুগে সেটা মোটেই কাঙ্ক্ষিত নয়।’ পাশাপাশি তামিল ছবি ‘কুড়াঙ্গাল’-এর সঙ্গে সুজিতের ‘সর্দার উধম’ এর তুলনি টেনে বলেন বিনোদরাজ পিএস পরিচালিত ছবি একটি ভারতীয় ছবি। তাছাড়া এই সিনেমার কাহিনিতে আন্তর্জাতিক আবেদন‌ও রয়েছে।

আরেক জুড়ি মেম্বার সুমিত বসুর কথায় ‘ক্যামেরার কাজ এডিটিং ও সিনেমাটিক কোয়ালিটির দিক থেকে ‘সর্দার উধম’ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার । তবে এত বিলম্বিত ক্লাইম্যাক্স এর জন্যই কোথাও গিয়ে ‘জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড’-এর আবেগটাই হারিয়ে গিয়েছে।’ কিন্তু গ্লোবালাইজেশনের যুগে ব্রিটিশদের প্রতি ঘৃণা দেখানোতেই কি সুজিত সরকারের পরিচালিত সিনেমা অস্কারের দৌড় থেকে ছিটকে গেল? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। নেটিজেনরা প্রশ্ন রেখেছেন, সত্য ঘটনা দেখানোতেও আপত্তি? সিনেমা কি আদৌ স্বাধীন নাকি গ্লোবালাইজেশনের বেড়াজালে আটকে?

তবে উল্টোদিকে ইতিহাস বিকৃত করার অভিযোগও উঠেছে সুজিতের ছবির বিরুদ্ধে। ভগৎ সিং এবং উধম সিং এর বয়সের ফারাক এর কথা উল্লেখ করে দর্শকদের অনেকে তুলোধনা করেছেন পরিচালক কে । তাদের মতে ইতিহাস জানলে ছবি দেখতে বসে‌ই ভুল চোখে পড়বে । আরেকটু রিসার্চ করলে পারতেন পরিচালক। এমনকি পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ও সমালোচনা করতে পিছপা হননি।

Published on Wednesday, 27 October 2021, 4:22 pm | Last Updated on Wednesday, 27 October 2021, 4:22 pm by Bahok Desk