Henry Kissinger Indira Gandhi
Henry Kissinger- Indira Gandhi: ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে 'অশালীন' মন্তব্য করেছিলেন হেনরি কিসিঞ্জার! নাম জড়িয়েছিল গণহত্যার সঙ্গেও, জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: আজ অর্থাৎ চলতি বছরের ৩০শে নভেম্বর প্রয়াত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) প্রাক্তন বিদেশ সচিব হেনরি কিসিঞ্জার (Henry Kissinger)। শোকের ছায়া আমেরিকার কূটনৈতিক মহলে। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। তিনি মার্কিন বিদেশ নীতিতে উল্লেখযোগ্য ছাপ রেখেছিলেন। মৃত্যুর কয়েকদিন আগেও রাজনৈতিক মহলে বেশ সক্রিয় ছিলেন তিনি। গোটা বিশ্ব তাঁকে মার্কিন কূটনীতির পাওয়ার হাউস হিসাবে চিনত। তাঁর বিরুদ্ধে রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কুমন্তব্য করার অভিযোগ (Henry Kissinger- Indira Gandhi) এবং তাঁর নাম জড়িয়েছিল গণহত্যার সঙ্গেও। আসুন সেই অধ্যায়ই একটু উঁকি মেরে নেওয়া যাক।

Henry Kissinger Indira Gandhi
Henry Kissinger- Indira Gandhi: ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ‘অশালীন’ মন্তব্য করেছিলেন হেনরি কিসিঞ্জার! নাম জড়িয়েছিল গণহত্যার সঙ্গেও, জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

জীবনী (Life Story of Henry Kissinger)

তিনি ১৯২৩ সালে জার্মানিতে (Germany) জন্মগ্রহণ করেন। এই কূটনৈতিক ব্যক্তিত্ব ভিয়েতনামের সঙ্গে সংঘর্ষ বিরতির সমঝোতার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন। সেই কারণেই ১৯৭৩ সালে কিসিঞ্জারকে তুলে দেওয়া হয় নোবেল পুরষ্কার। শুধুমাত্র কূটনীতিবিদ হিসাবেই নয়, রাষ্ট্রবিজ্ঞানী হিসাবেও তাঁর অবদান কম ছিল না। ১৯৫১ সালে হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। ১৯৫৪ সালে তিনি অর্জন করেন তাঁর পিএইচডি ডিগ্রি। বলা হয়, প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের জমানায় মার্কিন বিদেশনীতির ‘ভারত বিরোধী’ অভিমুখের মূলে তিনিই ছিলেন। বিতর্কে মোড়া কার্যকালে মুক্তিযুদ্ধে খলনায়ক হিসাবেই কুখ্যাত ছিলেন তিনি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বিতর্কের জড়িয়ে তাঁর জীবন (Henry Kissinger’s Controversial Life)

ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) কাছে ‘খলনায়ক’ হিসাবেই কুখ্যাত প্রাক্তন এই মার্কিন বিদেশ সচিব। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার পর কিসিঞ্জারের ভূমিকা সমালোচনার মুখে পড়েছিল। হেনরি কিসিঞ্জারও বহুবার বিতর্কে জড়িয়েছেন। একদিকে তিনি একজন উজ্জ্বল রাজনীতিবিদ ও কূটনীতিক হিসেবে পরিচিত। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় সময় তিনি বাংলাদেশি গণহত্যায় পাকিস্তানকে সমর্থন করেছিলেন। তার জন্য বলা হয় ছোট দেশের নাগরিকদের রক্ত ঝরিয়ে তিনি একজন ‘দক্ষ’ কূটনীতিক হয়েছিলেন। ভারতকে চাপে ফেলতে মার্কিন নৌবহর পাঠিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট নিক্সন ও কিসিঞ্জার। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কিসিঞ্জারের আদায়-কাঁচকলা সম্পর্ক ছিল বলেও জানা যায়।

Henry Kissinger Indira Gandhi
Henry Kissinger- Indira Gandhi: ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ‘অশালীন’ মন্তব্য করেছিলেন হেনরি কিসিঞ্জার! নাম জড়িয়েছিল গণহত্যার সঙ্গেও, জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে মন্তব্য (Henry Kissinger’s comment on Indira Gandhi)

ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) বিরুদ্ধে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। ১৯৭১ সালে পাকিস্তান (Pakistan) দুই ভাগে বিভক্ত হয়, যার পূর্ব অংশ বাংলাদেশ নামে পরিচিত। বাংলাদেশের স্বাধীনতার এক মাস আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, নিক্সন ও কিসিঞ্জারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। বৈঠকের পর নিক্সন এবং কিসিঞ্জার, ইন্দিরা গান্ধীর প্রতি অশালীন ভাষা ব্যবহার করেন (Henry Kissinger- Indira Gandhi)। নিক্সন এবং কিসিঞ্জারের আপত্তিকর মন্তব্য টেপে রেকর্ড করা হয়, যা ২০২০ সালে সর্বসমক্ষে আনা হয়।

মৃত্যু (Henry Kissinger Death date)

কিসিঞ্জারের নামে নানা বিতর্ক যেমন রয়েছে, তেমনই বড় বড় গণহত্যার সঙ্গেও তাঁর নাম জড়িয়ে রয়েছে। নোবেল (Noble) পুরস্কারজয়ী শীর্ষ এই মার্কিন কূটনীতিক চলতি বছরের ৩০শে নভেম্বর কানেকটিকাটে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: Aligarh Muslim University Viral Video: স্ট্রেচার মেলেনি! অটো নিয়ে সোজা এমারজেন্সি বিভাগে রোগীর পরিবার, ইউপির মেডিকেল কলেজের কাণ্ডে হতবাক দেশবাসী, জানুন আসল কারণ

আরও পড়ুন: Henry Kissinger: শতবর্ষে প্রয়াত নোবেলজয়ী কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জার, বিশ্ব রাজনীতির রূপরেখা রাখতেন নিয়ন্ত্রণে! কে ছিলেন তিনি? জানুন বিস্তারে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)