বাহক নিউজ় ব‍্যুরো: গুটিগুটি পায়ে হেঁটে চলেছে একটা আস্ত বাড়ি। এমন দৃশ‍্য দেখেছেন কখনো?? তবে সান ফ্রান্সিসকো শহরের রাস্তায় এমন‌ই দৃশ‍্য দেখা গেল বটে।

এ পাড়া থেকে থেকে ওপাড়ায় টুক করে চলে গেল একটা আস্ত সবুজ রঙের বাড়ি। কী অবাক হচ্ছেন?? আসলে এটা চলে গেল না। বাড়িটিকে সরানোর প্রক্রিয়া চলছিল গত আট বছর ধরে। সেই কাজ‌ই সম্পন্ন হল সম্প্রতি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আর বাড়ি সরানোর এমন দৃশ‍্য ভাইরাল হতে সময় নেয়নি নেট দুনিয়ায়। ‘ইংল‍্যান্ডার হাউস’ নামে এই বাড়িটির ১৩৯ বছর ধরে ঠিকানা সান ফ্রান্সিসকোর ফ্রাঙ্কলিন স্ট্রীটে।এই বাড়িটিতে রয়েছে ৬টি শোবার ঘর ও তিনটি স্নানের ঘর। এই ঐতিহাসিক বড়িটিকে না ভেঙে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার‌ই প্রস্তুতি চলছিল গত কয়েক বছর ধরে।

বাড়িটি সরানোর জন‍্য রাস্তা চ‌ওড়া করা হয় , এমনকি বিদ‍্যুতের তার‌ও সরিয়ে ফেলা হয়। রাস্তার আশেপাশের গাছের ডালগুলিকে ছেঁটে ফেলা হয় এবং খালি করে দেওয়া হয় পার্কিং লটগুলিও। এরপর বাড়িটিকে একটি একমুখী রাস্তা দিয়ে নিয়ে গিয়ে পৌঁছে দেওয়া হয় তার নতুন ঠিকানায়।

হাইড্রোলিক ডলিতে তুলে অত‍্যন্ত ধীর গতিতে গাড়িটিকে তুলে নিয়ে যাওয়া হয় ফ্র‍্যাঙ্কলিন স্ট্রীট থেকে ৭টি ব্লক দূরের ফুলটনে। রিমোট কন্ট্রোলের সাহায‍্যে বাড়িসহ ডলিগুলোকে ১ মাইল প্রতি ঘন্টার গতিতে নিয়ে যাওয়া হয়।

এমন এক অদ্ভুত বাড়ি সরানোর দৃশ‍্য দেখতে রাস্তায় জমায়েত হন প্রচুর মানুষ। তাদের‌ই কেউ কেউ ভিডিও রেকর্ড করে সোশ‍্যাল মাধ‍্যমে পোস্ট করলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।