বাহক নিউজ় ব্যুরো: ফের বিজেপির অন্দরে অসন্তোষের ছায়া। তথাগত রায়ের বিরুদ্ধে মুখ খুললেন দিলীপ ঘোষ। তথাগত বাবু দলের কিছু কাজের কারণে লজ্জা পান বলে জানিয়েছিলেন। উত্তরে তথাগত রায়কে দল ছেড়ে লজ্জা না পাওয়ার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ।

বিগত কয়েক মাসে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন তথাগত রায়। সবসময় বিরোধী দল সম্পর্কে মন্তব্য করেছেন তা নয়, করেছেন নিজের দল সম্পর্কেও। বিধানসভা নির্বাচনে আনকোড়া এবং নতুন দলে আসা ব্যক্তিদের কেন টিকিট দেওয়া হল- এই প্রশ্নও করেছেন। দলের কাজে লজ্জার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “ঠিক আছে, কতদিন আর লজ্জা পাবেন। দল ছেড়ে দিন।” শনিবারের প্রাতঃভ্রমণে এসে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি আরো বলেন, “যাঁরা দলের জন্য কিছুই করেননি, যাঁদের দল সবথেকে বেশি দিয়েছে, তাঁরাই সব থেকে বেশি দলের ক্ষতি করেন। আমাদের দুর্ভাগ্য এটা।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বিধানসভা ভোটের ফলাফল খারাপ হওয়ায় রাজ্য বিজেপির বিরুদ্ধে একাধিকবার আক্রমণাত্মক মেজাজে পাওয়া গিয়েছে তথাগত রায়কে। বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে বিজেপির খারাপ ফলের পর ফের দলের বিরুদ্ধে সরব হন তথাগত রায়। দিলীপ ঘোষও অবশ্য চুপ ছিলেন না। রাজীব তৃণমূলে ফিরতেই দিলীপ ঘোষ বলেছিলেন, “অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছুজন গিয়েছেন, কিছু এখন রয়েছেন। তাঁরা উৎপাত করছেন। সবাইকে বাদ দেব। এরা চায় না BJP শক্তিশালী হোক।”

সহ সভাপতির এই পোস্টের একটি স্ক্রিনশট নিয়ে তথাগত রায় ফের বিস্ফোরক মন্তব্য করেন, বলেন, “দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাঁদের এনেছিল। যাঁরা আদর্শের জন্য BJP করতেন তাঁদের বলা হয়েছিল, এতবছর ধরে কী করেছেন? আমরা ১৮টা সিট এনেছি। এখন ভাঁড়ামো করলে হবে ?আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।”

দিলীপ-তথাগতর এই কোন্দলই শেষ নয়। বিজেপির অন্দরে এরকম আরো মতপার্থক্য গড়ে উঠেছে। কিছুদিন আগে হঠাৎ ফেসবুকে দেখা যায় কুকুরের মুখের পাশে কৈলাস বিজয়বর্গীর মুখের ছবি কোলাজ করে পোস্ট করেছেন তথাগতর। দলের জনসমর্থন কমায় এইরকম কোন্দলের ফলে আরো দুর্বল হবে বিজেপি- এরকমটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।

Published on Saturday, 6 November 2021, 1:32 pm | Last Updated on Saturday, 6 November 2021, 1:32 pm by Bahok Desk