Bahok News Bureau: চলছে বিশ্বকাপ। আর বিশ্বকাপ 2023-এর শেষ লিগ ম্যাচে নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে বিরাট কোহলিকে দেখা গেছে বোলিং করতে। রোহিত শর্মা (Rohit Sharma) ভক্তদের চাহিদা পূরণ করে কোহলির হাতে বল তুলে দেন। ২০১৪ সালের ৩১শে জানুয়ারির পর ফের আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে উইকেট নিলেন বিরাট কোহলি (Virat Kohli)। নেদারল্যান্ডসের বিরুদ্ধে (India vs Netherlands) তিনি তিন ওভার বল করে ১৩ রান দিয়ে এক উইকেট তুলে নেন। আর উইকেট নিতেই উচ্ছ্বাসিত হয়ে ওঠে গোটা গ্যালারি।

পঞ্চম উইকেট নেওয়ার পরে বিরাট কোহলি ও অনুস্কা শর্মার প্রতিক্রিয়া: (Virat and Anushka Sharma’s reaction after taking 5th wicket) 

কোহলির উইকেট নিয়ে স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) প্রতিক্রিয়া বর্তমানে ভাইরাল হচ্ছে। কোহলির উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে অনুষ্কা হাসি থামাতে পারেননি। কোহলির উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M. Chinnaswamy Stadium) নাচলেন স্ত্রী অনুষ্কা শর্মা। পরে কোহলিকেও নাচতে দেখা যায়। এটি ছিল বিরাট কোহলির (Virat Kohli) ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম উইকেট (Virat Kohli 5th Wicket)। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও নিয়েছেন ৪ উইকেট। অর্থাৎ এটি ছিল কোহলির সব মিলিয়ে নবম আন্তর্জাতিক উইকেট। দীর্ঘ ৯ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পেলেন কোহলি।

টুর্নামেন্টের আগে, বাংলাদেশের বিপক্ষে (India Vs Bangladesh) ম্যাচে, কোহলি হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ওভারের বাকি তিনটি বল করেছিলেন, তারপরে ভক্তরা কোহলিকে বোলিং করার জন্য ক্রমাগত দাবি করতে দেখা গেছে। রোহিত শর্মা ভক্তদের চাহিদা পূরণ করতে কোহলিকে বোলিং করতে দেন। মজার বিষয় হল, কোহলি যে পাঁচ উইকেট নিয়েছেন, তার মধ্যে চার জনই উইকেটরক্ষক-ব্যাটর এবং অ্যালিস্টার কুক (Alastair Cook) একমাত্র বিশেষজ্ঞ ব্যাটার। ওডিআই ছাড়াও বিরাট কোহলি টি-টোয়েন্টিতেও চার উইকেট নিয়েছেন কিন্তু টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত কোনো উইকেট পাননি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে (India vs Netherlands) কোহলি ছাড়াও রোহিত বল করেছিলেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

তিনি মাত্র ৫ বল করার সুযোগ পান এবং এক উইকেট তুলে নেন। ইনিংসের দ্বিতীয় ও ২৫তম ওভারে কোহলি নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে (Scott Edwards) উইকেটকিপিংয়ে ক্যাচ দিয়ে আউট করেন। প্রথমে ব্যাট করতে গিয়ে হাফ সেঞ্চুরি করেন কোহলি। যদিও ভক্তরা কিং কোহলির কাছ থেকে ৫০তম ওডিআই (Kohli 50th Century) সেঞ্চুরির আশা করেছিলেন, যা তিনি পূরণ করতে পারেননি।

আরও পড়ুন: Bhai Phota 2023 date- Bhai Phota History: জানেন কি ভাই ফোঁটা কেনো পালিত হয়? কী বা এর মাহাত্ম্য? জেনে নিন এই বছর ভাইফোঁটা দেওয়ার শুভ সময়

আরও পড়ুন: Lifestyle- Diet Plan: পড়াশোনায় কি বড়োই অমনযোগী আপনার সন্তান? লেখাপড়ায় কি একটুও মন বসে না? এবার খাদ্যতালিকায় রাখুন এই খাবার, ফল পাবেন দ্রুত

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)