বাহক নিউজ় ব্যুরো : গতকাল আমরা ফ্যামিলি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে যোগ্যদের সম্মান জানিয়ে ও অভিনব উপায়ে স্বাধীনতা দিবস পালন করা হল।
সংবর্ধনা, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাতরাগাছির বি.আই.সি ময়দানে পালন করা হয়। এইদিন এই ফেসবুক গ্রুপের পক্ষ থেকে প্রথমে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তাদের এই কর্মসূচির সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উরি জঙ্গি হামলায় নিহত শহীদ গঙ্গাধর দৌলুই এর ছোট ভাই বরুন দৌলুই। এর পর ওই গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। ওই গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা করা হয় উরি হামলায় নিহত শহীদ গঙ্গাধর দৌলুইের মা ও তার ছোট ভাই,ওই গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা করা হয় মাওবাদী হামলায় নিহত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বীর শহীদ সৌনক দাসের মা ও উনার স্ত্রীকে।বীর শহীদ সৌনক দাস তার শৌর্য এর জন্যে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সৌনক দাস এর মা এবং স্ত্রী এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানের মান বাড়ায়। এর পাশাপাশি ওই ফেসবুক গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় হাওড়ার বালির ছেলে ফ্ল্যাগম্যান প্রিয়রঞ্জন সরকার ওরফে মনু বাবুকে।
প্রসঙ্গত, আমরা ফ্যামিলি গ্রুপ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পালন করে জয় হো অনুষ্ঠান, যা বিগত পাঁচ বছর ধরে করে আসছে, দেশ কেসম্মান জানাতে এই ফেসবুক গ্রুপ প্রতিবার এই দিনটি পালন করে কখন ও শহীদ সম্মানে, কখনো ওয়ান নেশন ওয়ান কান্ট্রি, কখনো দা পাওয়ার অফ কমন ওমেন করে বিভিন্ন কৃতি মানুষদের সন্মান জানান।
এছাড়াও ওই ফেসবুক গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা করা হয় বাগনানের বাসিন্দা বছর ২৫এর সুস্মিতা কুন্ডু যে নিজের জন্মদিনে চুল কেটে ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে দান করেছেন, সেটা ছাড়াও তার আর এক পরিচিতি তিনি মাত্র হাফ সেন্টিমিটার কাগজে বাংলা মায়ের প্রকৃতির ছবি এঁকে ইন্ডিয়া রেকর্ডস ওফ বুক এ নাম নথিভুক্ত করেন। রাজকুমার একজন জাতীয় ক্যারাটে খেলোয়াড় যার দু চোখে আর্মি হবার স্বপ্ন, যে সম্প্রীতি ২০ ঘণ্টায় হাওড়া থেকে দৌড়ে দীঘা দৌড়ে পৌঁছেছে। উপস্থিত ছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস খ্যাত সুরজিৎ ও সায়ন যারা নিজেদের শিল্প কলায় দেশে সুনাম অর্জন করেছেন।
এছাড়াও ছিল বিভিন্ন অনুষ্ঠান। সব মিলিয়ে এই দিনটি শহীদদের স্মরণ করে ও যোগ্যদের সম্মান জানিয়ে আলো হয়ে উঠেছিল সকলের কাছে। এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হবার জন্য আমরা ফ্যামিলি ফেসবুক গ্রুপের কর্নাধার রাজা ব্যানার্জি এই ফেসবুক গ্রুপের সকল সদস্য ও সদস্যাদের আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত প্রতিবারেই এই ফেসবুক গ্রুপ যোগ্য সম্মান দিয়ে স্বাধীনতা দিবস পালন করে।