‘পৃথিবীর পাঠশালা’-র এক অভূতপূর্ব ব্যতিক্রমী উদ্যোগে মেতে উঠল রাখীবন্ধন উৎসব।

করোনা  ভাইরাস যেমনভাবে জনজীবন বিপন্ন করে তুলেছিলো প্রথম দফায়, ঠিক তেমন করেই বাচ্চাদের শিক্ষার উপর সবথেকে বেশী প্রভাব পড়েছে। স্কুল কলেজ বন্ধ, বন্ধ প্রাইভেট টিউশ্নিও। সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হলেও এখনো শিক্ষাপ্রতষ্ঠানগুলি বন্ধ। সেই  পরিস্থিতিতে গতবছর থেকে ‘ কোয়ারেন্টাইনড স্টুডেন্ট ইয়ুথ নেটওয়ার্ক ‘ এর উদ্যোগে মূলত বাচ্চাদের পাঠমুখী করে তোলার জন্যই এক অভিনব উদ্যোগ নেওয়া হয়। তাঁদের মূল উদ্দেশ্য ছিল বাচ্চাদের শিখা কে না আটকানো। তাঁদের পড়াশোনার চর্চার মধ্যে রাখা। সেইমতোই ‘ কোয়ারেন্টাইনড স্টুডেন্ট ইয়ুথ নেটওয়ার্ক ‘ এর সদস্য সদস্যাদের তাগিদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে শুরু করা হয়েছিলো ” পৃথিবীর পাঠশালা “।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

উল্লেখ্য এই ‘পৃথিবীর পাঠশাল’ কিন্তু একজায়গায় নয়, সদস্যদের অক্লান্ত পরিশ্রমে ও ভালবাসায় একটা একটা করে  ৭৩টি জায়গায় ছড়িয়ে গেছে। সেই “পৃথিবীর পাঠশালা”রই একটি  হাওড়ার বাউড়িয়ার খাজুরির পৃথিবীর পাঠশালার এক বছর পূর্তি এবং রাখিবন্ধন এর দিনকে উদযাপন করার উদ্দেশ্যে গতকাল সকালে পাঠশালার সকল ছাত্রছাত্রীরা একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের উৎসাহ, উদ্দীপনা এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।


সকলের মুখে মুখে গাওয়া হচ্ছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গভঙ্গের প্রতিবাদের সময়ে উদযাপিত রাখিবন্ধনের গান ‘ বাংলার মাটি, বাংলার জল ‘ এছাড়াও ধনধান্যে পুষ্পে ভরা, মানুষ মানুষের জন্য গান গাইতে গাইতে গ্রামে পরিক্রমা ও সকলকে রাখির বন্ধনে বাঁধা হয় I একই রকম ভাবে ঐক্য, ভ্রাতৃত্বের, সৌহার্দ্যের রাখিবন্ধন উদযাপিত হয় QSYN(কোয়ারেন্টাইনড স্টুডেন্ট ইয়ুথ নেটওয়ার্ক) এর হাওড়া শ্যামপুরের গোঁজলা গ্রামের পৃথিবীর পাঠশালাতেও।