বাহক নিউজ় ব‍্যুরো: বেলুড়ের স্টেশন রোডের এক প‍্যাথোলজি সেন্টারের বাথরুমে গোপনে লুকিয়ে রাখা মোবাইল ক‍্যামেরায় ছবি তোলার অভিযোগে গ্রফতার সেখানকার নিরাপত্তারক্ষী। মঙ্গলবার সকালে ওই প‍্যাথোলজি সেন্টারে আলট্রাসোনোগ্রাফি করাতে আসেন এক গর্ভবর্তী মহিলা।

জানা গিয়েছে তিনি প্রয়োজনে বাথরুমে গেলে , সেখানে রাখা ঝাঁটা ও বিভিন্ন আবর্জনার মধ‍্যে একটি মোবাইল ফোন উল্টো করে রাখা আছে দেখেন। বিষয়টি বুঝতে না পেরে তিনি তাঁর স্বামীকে ডেকে আনেন। তখনই দেখা যায় ওই মোবাইলে কেউ ভিডিও রেকর্ডিং অন করে রেখে চলে গেছে। এরপর‌ই বিষয়টি নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু হয় ওই প‍্যাথোলজি সেন্টারে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সেই মুহূর্তে ওই সেন্টারের এক সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ শুরু করা হলে সে।স্বীকার করে মোবাইল ফোনটি তার। এরপর‌ই ওই গার্ডকে উপস্থিত মহিলা ও তাঁর আত্মীয়রা মারধোর শুরু করেন। খবর যায় বালি থানায়। পুলিশ এসে ওই গার্ডকে আটক করে , পরে ওই মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।