বাহক নিউজ ব্যুরো: লালবাজার চত্বর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। এই টাকার পরিমাণ লক্ষাধিক বলে খবর। লালবাজারের বিকানের ভবন থেকে এই টাকা উদ্ধার হয়েছে। ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করার পরে তদন্ত শুরু হলে পাওয়া তথ্যের ভিত্তিতেই সিআইডি বিকানের ভবনে তল্লাশি অভিযান চালায় জানা গেছে।
আরও পড়ুন: মার্কিন ড্রোন হামলায় খতম আলকায়দা প্রধান, ঘোষণা বাইডেনের
ধৃত তিন কংগ্রেস বিধায়ককে কেন্দ্র করে সিআইডি আধিকারিকরা মামলার তদন্ত শুরু করলে তাঁরা লালবাজার চত্বরের বিকানের ভবনের খোঁজ পায়। এই তথ্যের ভিত্তিতেই চলতি সপ্তাহে মঙ্গলবারে দুপুর তাঁরা হানা দেয় বিকানের ভবনে ও সোজা পৌঁছে যায় এই ভবনের তিন তলায়। সেখানে অবস্থিত অফিসের তালা বন্ধ দেখে সিআইডি আধিকারিকরা চাবিওয়ালাদের ডাকে ও অফিসের মধ্যে প্রবেশ করে। এরপরেই উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। সিআইডি আধিকারিকরা সন্দেহ করেছেন, হাওয়ালার লেনদেন এই ভবন থেকেই হতো।
আরও পড়ুন: ভারতের তৃতীয় স্বর্ণপদক আনল বাংলার সোনার ছেলে অচিন্ত্য
প্রসঙ্গত, গত সপ্তাহে শনিবারে হাওড়ার পাঁচলা এলাকায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক রাজেশ কাচ্ছাপ (খিজরির বিধায়ক), ইরফান আনসারি (জামতাড়ার বিধায়ক) ও নমন বিক্সলের (কোলেবিরার বিধায়ক) কাছ থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়। তখন পুলিশ শুধুমাত্র আটক করলেও, উপস্থিত তিন বিধায়ককে অবশেষে রবিবারে টাকা-সহ গ্রেফতার করা হয়। পরে এঁদের সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তদন্ত এগোলে ওই তিন বিধায়ক ছাড়াও আরও দুজনকে গ্রেফতার হয়েছে বলে খবর।
#Watch: Huge cash recovery in #WestBengal’s Howrah area from a vehicle in which three Jharkhand MLAs – Rajesh Kachhap MLA KHIJRI AC, Naman Bixal Kongari- MLA KOLEBIRA & Irfan Ansari,
MLA JAMTARA were travelling. Counting still on. pic.twitter.com/kvPiP6NBi5— Pooja Mehta (@pooja_news) July 30, 2022