বাহক নিউজ় ব‍্যুরো: “এসো মা লক্ষী , বোসো ঘরে”, হ‍্যাঁ মা লক্ষীকে এভাবেই আদর যত্ন করে ঘরে বরণ করি আমরা। কিন্তু কন‍্যাসন্তানকে বরণ করতে পারিনা খুশি মনে, তার‌ই প্রমাণ মিললো আন্দুলবেড়িয়া গ্রামে।

পরপর দুবার কন‍্যাসন্তান জন্ম দিয়ে অপরাধ করেছিলেন স্ত্রী, তার‌ই শাস্তিস্বরূপ স্ত্রীকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ উঠলো এক ব‍্যক্তির বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবেড়িয়া গ্রামে। মৃত ওই মহিলার নাম স‌ইনুর বেগম (৩২)।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

মৃতার পরিবার সূত্রে পাওয়া খবর অনুযায়ী বছর সাতেক আগে রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবেড়িয়া গ্রামের গোলাম মোস্তফা ওরফে মিন্টুর সাথে বিয়ে হয় বেলডাঙা থানার গোপীনাথপুর মিয়াপাড়ার স‌ইনুর বেগমের।

স‌ইনুরের দাদা আলাল মিয়া জানান, “আমাদের বোনকে বিয়ে করার আগে মিন্টু আরো একটা বিয়ে করেছিল। সেই ব‌উকেও সে খুন করে। কিন্তু আগের বিয়ের ব‍্যাপারে সে আমাদের কিছুই জানায়নি। ”

তিনি আরো বলেন , “বিয়ের পর থেকেই বোনের সাথে অশান্তি করতো সে, পরে দুই মেয়ে হ‌ওয়ায় আরো অত‍্যাচার বেড়ে যায়। পরপর দুটি কন‍্যাসন্তানের জন্ম দেওয়ার জন‍্য গতকাল‌ও বোনের সাথে অশান্তি করে সে, তারপর বোনের গলায় অ্যাসিড ঢেলে দেয়। প্রতিবেশীরা আমাদের খবর দিলে আমরা এসে বোনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে আজ সকালে বোনের মৃত্যু হয়েছে।”

স‌ইনুর বেগমের দুই দাদা, আলাল মিয়া ও দুলাল মিয়া তাদের বোনকে খুন করার জন‍্য গোলাম মোস্তফা ওরফে মিন্টু ও তার পরিবারের বিরুদ্ধে রেজিনগর থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্তরা বর্তমানে পলাতক।