বাহক নিউজ় ব্যুরো: গোয়া সফরের দ্বিতীয় দিনে জনসংযোগের চেষ্টা করলেন তৃণমূল দলনেত্রী। নিজেকে গোয়ার সন্তান বলে দাবি করলেন মমতা ব্যানার্জী।
আজ গোয়ানিজদের বলেন, “আমি তোমাদের বোন। তোমাদের রাজ্য দখল করতে আসিনি। আমি আগেও এসেছি। আমি তখন কেন্দ্রীয় মন্ত্রী। ফিল্ম ফেস্টিভেল উদ্বোধন করতে। পরে কংকন রেলওয়ের কাজে ও রেলমন্ত্রী হিসেবে এসেছি। আমি শুধু রাজনীতি করতে আসিনি। আমি রাজ্যের উন্নয়নের জন্যও এসেছি।”
গোয়ার সঙ্গে বাংলার সংস্কৃতির তুলনা করে তৃণমূল নেত্রী বলেন, “মাছ আর ফুটবল- এ গোয়া আর বাংলার মিল। বাংলা এখন স্ট্রং রাজ্য। গোয়াকেও স্ট্রং করতে হবে। নতুন সকাল আনতে হবে।”
গোয়ায় দাঁড়িয়ে বিজেপির পাশাপাশি নাম না করে কংগ্রেসকেও নিশানা করেন মমতা । বলেন, “কোনও কোনও পার্টি নিজেদের দলকে বিজেপি-র কাছে বিক্রি করে দিয়েছে। আমরা নিজেদের বিক্রি করিনি।” এরপরই মমতার দাবি তিনি গোয়ারও সন্তান। বলেন, “আমি বহিরাগত নই।আমি গোয়ারও সন্তান। আমি ভারতীয়। দেশের যে কোনও জায়গায় যেতে পারি। কলকাতা আর গোয়া তো দু’ঘন্টার দূরত্ব। গোয়ায় মুখ্যমন্ত্রীও হতে আসিনি। গোয়া গোয়াবাসীর।”
সাম্প্রদায়িকতা সম্পর্কে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল দলনেত্রীর মন্তব্য, “আমাদের রাজ্যে সংখ্যালঘুদের সুরক্ষা আছে। খ্রিস্টানরাও সুরক্ষিত। এখন আমি হিন্দু কি না, তা বিজেপি সার্টিফিকেট দেবে? আমি ব্রাহ্মণ ঘরে জন্মেছি। কিন্তু এসব কথা বলিনা। ওরা ভয় পেয়েছে। তাই কালো পতাকা দেখাচ্ছে। ওরা জানে তৃণমূল জান দেবে তবে জমি ছাড়বে না। তাই তৃণমূল-কে সুযোগ দিন।”