বাহক নিউজ় ব্যুরো: বিধানসভা ভোটের রেজাল্টের দিন রাজ্য জুড়ে চলেছিল সবুজ ঝড়। তবু গলায় কাঁটার মতো বিঁধে ছিল নন্দীগ্রামে মমতা ব্যানার্জীর হার। তৃণমূল কর্মী, সমর্থকরা অবশ্য বরাবর অভিযোগ করে এসেছে বিজেপি চক্রান্ত করে নন্দীগ্রামে হারিয়েছে তাঁদের। কিন্তুু সেই কাঁটা আর রইল না, কারণ ভবানীপুরে যে মার্জিনে জিতেছেন মমতা ব্যানার্জী তাতে বলাই যায় নন্দীগ্রামের কাঁটা স্রোতে ভেসে নেমে গিয়েছে। ফিরহাদ হাকিমের গলায় শোনা গেলো সেইরকমই সুর।
ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন মমতা।মোট প্রাপ্ত ভোটের ৭৭% ভোট পেয়েছেন মমতা ব্যানার্জী। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ৫৮,৮৩২ হাজারেরও বেশি ব্যবধানে হারিয়েছেন। মমতা ব্যানার্জী ২০১১ সালে ৫৪ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। এবার সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেলেন। মিলে গেছে ভবানীপুর উপনির্বাচনের প্রচারের প্রধান দায়িত্বে থাকা ফিরহাদ হাকিমের কথাও। গণনার দিন ফিরহাদ বলেছিলেন ৫০ হাজার থেকে ৮০ হাজার ভোটে মমতা ব্যানার্জী জিতবেন।
উপনির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের একবার কটাক্ষ করে ফিরহাদ বললেন, “আমরা আওয়াজ তুলেছিলাম ‘নন্দীগ্রামের বদলা নিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন।’ আমরা সেটাই করেছি। নন্দীগ্রামের বদলা নিলাম, শুভেন্দু অধিকারীর মুখে চড় মারলাম।” ফিরহাদ হাকিম আরো বলেন, নন্দীগ্রামে ছলচাতুরি করে হারানো হয়েছিল মমতা ব্যানার্জীকে, ভবানীপুরের মানুষ সবটা বুঝেছে, তৃণমূলে স্লোগানে সাড়া দিয়ে নন্দীগ্রামের যোগ্য জবাব দিয়েছে।
আরও পড়ুন – সিপিএম উঠতে পাঁচ বছর লেগেছিল, তৃণমূলের লাগবে ৩০ দিন, কটাক্ষ শুভেন্দুর
ববি হাকিম বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেও ফের একবার মুখ খুললেন।বললেন, বাংলায় বিভাজনের রাজনীতি করে গেলে ভবিষ্যতে বিজেপির সংগঠন আরো দুর্বল হয়ে যাবে।