IB ACIO Notification 2023
IB ACIO Notification 2023: সুখবর! ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ, মিলবে মোটা বেতন! যোগ্যতা কী? কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। IB ACIO-এর অধীনে ৯৯৫ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি (IB ACIO Grade-II/ Executive Examination 2023) প্রকাশিত হয়েছে। ২৫ নভেম্বর থেকে অনলাইন মোডে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা বাড়িতে বসেই আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ করা হবে? কী কী যোগ্যতা লাগবে? কীভাবেই বা আবেদন করবেন? বিশদে জানতে প্রতিবেদনটি পড়ুন (IB ACIO Notification 2023)

IB ACIO Notification 2023:

কোন পদে নিয়োগ করা হবে?
IB ACIO কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার (ACIO) গ্রেড-II/ এক্সিকিউটিভ (IB ACIO Grade-II/ Executive) পদে
নিয়োগ করা হবে। উক্ত পদের জন্য মোট ৯৯৫ টি শূন্যপদ রয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

IB ACIO 2023 শূন্যপদ

আইবি-তে সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা অফিসার গ্রেড-২/এক্সিকিউটিভ পদের জন্য ৯৯৫ টি শূন্য পদ রয়েছে:

১) অসংরক্ষিত (UR) – ৩৭৭

2) তফশিলি জাতি (SC) – ১৩৪

৩) তফশিলি উপজাতি (ST) – ১৩৩

৪) ওবিসি(OBC) – ২২২

৫) অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ (EWS)- ১২৯

নির্ধারিত বেতন :-

IB ACIO Notification 2023-এর নিযুক্তদের প্রার্থীদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে মাসিক মূল্য ৪৪৯০০-১৪২৪০০/- পর্যন্ত।

আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে? (Eligibility to apply for IB ACIO Recruitment 2023)

অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার (ACIO) গ্রেড-II/ এক্সিকিউটিভ (IB ACIO Grade-II/ Executive) পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে ১৮ ও ২৭ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় মিলবে। এছাড়া আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। লাস্ট সেমিস্টারে পাঠরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৩-এর আগে কোর্স সম্পন্ন করতে হবে।

কীভাবে নিয়োগ করা হবে (Selection Process of IB ACIO Recruitment 2023)?

আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষা (১৫০ নম্বর) দিতে হবে। তারপর ইন্টারভিউ (১০০ নম্বর), ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

IB ACIO বিজ্ঞপ্তি 2023 পরীক্ষার প্যাটার্ন:

IB ACIO পরীক্ষা 2023- এর লিখিত পরীক্ষা ২ ঘণ্টার, পরীক্ষার ভুল উত্তরের জন্য ১৪ নম্বরের নেগেটিভ মার্কিং থাকবে, এছাড়াও পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি বস্তুনিষ্ঠ প্রশ্ন করা হয়।

কীভাবে আবেদন করতে হবে (How to apply for IB ACIO Recruitment 2023)?

প্রার্থীদের তাদের IB নিয়োগ 2023 আবেদন ফর্ম শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে জমা দিতে হবে কারণ অন্য কোনো মোড থেকে ফর্ম গ্রহণ করা হবে না। IB নিয়োগের শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করতে নিচের পদ্ধতিগুলি অনুসরণ করুন।

১) প্রথমেই প্রার্থীকে IB ACIO- এর অফিসিয়াল ওয়েবসাইট www.mha.gov.in- যেতে হবে।

২) তারপর হোমপেজে, “অনলাইন আবেদনের জন্য ACIO Grade II/ Executive in Intelligence Bureau (IB)”- এ ক্লিক করুন।

৩) IB ACIO নিয়োগ 2023 বিজ্ঞপ্তি PDF পর্দায় দেখেনিন।

৪) লিঙ্কটি কপি করুন এবং ব্রাউজারের সার্চ বারে পেস্ট করুন।

৫) স্ক্রিনে একটি নতুন পৃষ্ঠা দেখতে পাবেন।

৬) নিবন্ধন করুন এবং আবেদনের সাথে এগিয়ে যান।

৭) আবেদনপত্র পূরণ করুন এবং আবেদন ফি প্রদান করুন।

৮) এটি ডাউনলোড করুন এবং আরও প্রয়োজনের জন্য এটির একটি হার্ড কপি আপনার কাছে রাখুন।

আবেদন মূল্য কত(Application Fees)?

General/OBC/EWS প্রার্থীদের আবেদন করার জন্য 8৫০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে। তবে SC/ST/PwBD/ESM/DESM প্রার্থীদের কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না।

আবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ

● আবেদন শুরু– ২৫/১১/২০২৩।
● আবেদন শেষ– ১৫/১২/২০২৩।

আরও পড়ুন: KKR New Mentor-Gautam Gabhir: অপেক্ষার অবসান! অবশেষে প্রত্যাবর্তন কেকেআরে, জানুন কে হলেন কেকেআরের নতুন মেন্টর

আরও পড়ুন: Myanmar : অশান্তি বাড়ছে মায়ানমারে! জরুরী দরকার ছাড়া দেশবাসীদের না যাওয়ার পরামর্শ ভারতের! কি ঘটেছে জানুন বিশদে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)