Table of Contents
Bahok News Bureau: চলতি বছর ১৯শে নভেম্বর রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ ফাইনালে (ICC CWC IND vs AUS Final 2023) রোহিত-বিরাটরা বেশি রান করতে ব্যর্থ হন।
ইতিহাসের পুনরাবৃত্তি
২০২৩ এর বিশ্বকাপে টিম ইন্ডিয়ার স্কোর আটকে যায় ২৪০ রানে (ICC CWC IND vs AUS Final 2023)। প্রতিপক্ষ অজিদের স্কোর হয় ২৪১ রান। টিম ইন্ডিয়া তার প্রতিপক্ষ দল অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড় গড়তে ব্যর্থ হয়। এর আগেও ২০০৩ সালে অজিদের কাছে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবারেও বিশ্বকাপ২০২৩ এর ফাইনালে হার হয় টিম ইন্ডিয়ার। ফের ১২ বছর পর বিশ্ব জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েও অবশেষে খালি হাতেই ফিরতে হলো ভারতকে। ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ান হলো অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের সকল ম্যাচ জিতে ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। তবে, প্রতিপক্ষ দল অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ করতে হয় ভারতকে। মূলত এর পিছনে রয়েছে ব্যাটিংয়ের ব্যর্থতা। আসুন জেনে নেওয়া যাক গোটা টুর্নামেন্টের সকল খেলোয়াড়ের স্কোর কার্ড।
গোটা টুর্নামেন্টের ভারতীয় খেলোয়াড়দের স্কোর কার্ড:
২০২৩ এর টুর্নামেন্টে বিরাট কোহলি সর্বোচ্চ রান-স্কোরার হয়েছেন (ICC CWC IND vs AUS Final 2023) । তিনি ১১ ইনিংসে ৭৬৫ রান সংগ্রহ করেছেন। তিনটি সেঞ্চুরি এবং ছয়টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। অধিনায়ক রোহিত শর্মা আবার ১১ ম্যাচে ৫৯৭ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট প্রায় ১২৬। তিনি একটি সেঞ্চুরি এবং তিনটি হাফসেঞ্চুরি করেছেন। আফগানিস্তানের বিপক্ষে রোহিতের ব্যক্তিগত সেরা স্কোর করেছিলেন ১৩১। ওপেনার শুভমন গিল নয় ম্যাচে গড়ে ৩৫৪ রান করেছেন এবং চারটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর দখলে। মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার ১১ ম্যাচে গড়ে ৫৩০ রান, দুইটি সেঞ্চুরি এবং তিনটি হাফসেঞ্চুরি করেছেন এবং কেএল রাহুল গড়ে ৪৫২ রান, একটি সেঞ্চুরি এবং দুটি হাফসেঞ্চুরি করেছেন। রবীন্দ্র জাদেজা পাঁচ ইনিংসে করেছেন ১২০ রান এবং সূর্যকুমার যাদব সাত ইনিংসে ১০৬ রান করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
হেরেও গড়তে পারত বিশ্ব রেকর্ড
ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত যদি আর ২১ রান করতে পারত, তবে তারা ফাইনালে হেরেও বিশ্ব রেকর্ড করে ফেলত (ICC CWC IND vs AUS Final 2023)। ইংল্যান্ড ২০১৯এর বিশ্বকাপে ৩,০৫৯ রান করেছিল, যা যেকোনো দলের ব্যাটারদের মিলিত ভাবে বিশ্বকাপে করা সর্বোচ্চ স্কোর ছিল। ২০২৩ বিশ্বকাপে ভারতীয় ব্যাটাররা মিলিত ভাবে ৩,০৩৮ রানে করেছে, যা গোটা বিশ্বকাপের ইতিহাসে যেকোনো দলের ব্যাটারদের মিলিত ভাবে করা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। গোটা টুর্নামেন্টে এমন বিস্ফোরক পারফরম্যান্স করার পরেও শেষপর্যন্ত ভারতীয় ব্যাটাররা ফাইনালে মুখ থুবড়ে পড়ে। ভারতীয় দল ৫০ ওভারে ২৪০ রান করে। তারা যদি আরও ৩০ থেকে ৪০ রান মত বেশি করত, তবে বিশ্ব রেকর্ডের পাশাপাশি ম্যাচের রংও হয়তো বদলে দিতে পারত টিম ইন্ডিয়া। ভারতীয় দল শেষপর্যন্ত অজিদের কাছে ৬ উইকেটে হেরে বিশ্বকাপ জয়ের আশায় জল ঢেলে দেয়।
আরও পড়ুন: Bongaon: প্রতারণার ফাঁদে বনগাঁ উত্তরের বিধায়ক! ঠিক কী ঘটেছিল?
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।