বাহক নিউজ় ব্যুরো: রবিবার টি-টুয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপ সহ আইসিসির আয়োজিত ম্যাচগুলোতে ভারতের বিরুদ্ধে হেরেই চলেছে পাকিস্তান। তাই এবার এক পাক সমর্থক প্রকাশ্যে হুমকি দিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট দলকে। বললেন রবিবার না জিতলে দেশে ঢুকতে পারবেন না পাক ক্রিকেটাররা।
১২ বার বিশ্বকাপে মুখোমুখি হলেও একবারও ভারতকে বিশ্ব ক্রিকেটের আঙিনায় হারাতে পারেনি পাকিস্তান। এই একই ছবি দেখতে দেখতে বিরক্ত ও ক্লান্ত পাক ক্রিকেট সমর্থকরা। প্রতিবার বিশ্বকাপে ম্যাচ হারার পর হারের পর পাক সমর্থকদের হতাশার ছবি দেখতে পাওয়া যায়। এইবার ম্যাচের আগে থেকেই পাক অধিনায়ক বাবর আজমের কাছে এল হুমকি।
কিছুদিন আগেই সংযুক্ত আরব আমিরশাহীতে রওনা দেওয়ার আগে একটি টুইটে বাবর আজম লেখেন, “ইউএই যাচ্ছি। আপনাদের সমর্থন সবকিছুর থেকে বেশি। আপনাদের দলের পাশে দাঁড়ান। সমর্থন করুন। প্রার্থনা করুন। ভরসা রাখুন।” লেখাটার সঙ্গে যোগ করেন সতীর্থদের সঙ্গে তোলা একটি ছবি। সেই পোস্টে রাহিল ভাট নামে এক পাক সমর্থক লেখেন, “২৪ অক্টোবরের ম্যাচ জিতিয়ে দিও, নয়ত বাড়িতে ঢুকতে দেব না।” অর্থাৎ ভারতের বিরুদ্ধে ম্যাচ না জিতলে দেশে আর ঢুকতে দেওয়া হবে না পাকিস্তান দলকে, এমনটাই ইঙ্গিত করেন ওই টুইটার ব্যবহারকারী।
অধিনায়ক বাবর আজম অবশ্য জয়ের ব্যাপারে আশাবাদী, তিনি সংবাদমাধ্যমকে বলেছেন “আমরা গত তিন বছর ধরে সংযুক্ত আরব আমিরশাহীতে ক্রিকেট খেলছি এবং এখানকার পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে অবগত। আমরা জানি উইকেট কেমন হবে এবং ব্যাটারদের কীভাবে খেলতে হবে। যে দল ম্যাচের দিন ভালো খেলবে তারাই জিতবে। আমি মনে করি আমরাই জিতব।”
প্রসঙ্গত, আরব আমিরশাহীর মাটি এখন কার্যত পাকিস্তান টিমের হোম গ্রাউন্ড। কারণ গত তিন বছরে কোনো দল পাকিস্তানে খেলতে যেতে চায়নি। তাই গত বছরে আবহাওয়া ও পরিস্থিতির সঙ্গে অনেকটাই খাপ খাইয়ে নেওয়া পাকিস্তান দল মুখিয়ে আছে প্রথমবার বিশ্বকাপে ভারতকে হারিয়ে ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন ঘটানার জন্য।