বাহক নিউজ় ব্যুরো: দিনহাটা,খড়দহ,গোসাবা, শান্তিপুর উপনির্বাচনে বিরোধী দলগুলোকে কার্যত উড়িয়ে দিয়ে ফের সবুজ ঝড় চার কেন্দ্রে। প্রায় ৭৫% ভোট পেয়েছে তারা। অন্যদিকে খড়দহ,দিনহাটা এবং গোসাবা- এই তিন কেন্দ্রে জামানত জব্দ হয়েছে বিজেপির। কিন্তুু উল্লেখযোগ্যভাবে বেড়েছে বামেদের ভোট।

দিনহাটা এবং শান্তিপুর দুটি কেন্দ্র বিজেপি জিতেছিল গত বিধানসভায়। কিন্তুু এবার দিনহাটা ও শান্তিপুর দুটো কেন্দ্রেই জয় পেল তৃণমূল। দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ এবার রেকর্ড মার্জিনে জিতলেন। ১ লক্ষ ৮৯ হাজার ৫৭৫ ভোট পেলেন। উদয়নের জয়ের মার্জিন ১ লক্ষ ৬৪ হাজার ৮৯। দিনহাটায় প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। খড়দহ কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় ১ লক্ষ ১৪ হাজার ৮৬টি ভোট পেয়েছেন। নিকটতম বিজেপি প্রার্থী মাত্র ২০ হাজার ২৫৪ টি ভোট পেয়েছেন। অর্থাৎ ৯৩ হাজার ৮৩২ ভোটে জিতেছেন শোভনদেব।খড়দহে সিপিএম পেয়েছে ১৬ হাজার ১১০ ভোট।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

গোসাবার ছবিটাও একইরকম। তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল ১ লক্ষ ৬১ হাজার ৪৭৪ ভোট পেয়ে ১ লক্ষ ৪৩ হাজার ৫১ টি ভোটে নিকটতম বিজেপি প্রার্থীকে হারিয়েছেন। বিজেপির শক্ত ঘাটি শান্তিপুরে বিজেপি প্রার্থী নীলাঞ্জন বিশ্বাস ৪৭ হাজার ৪১২ ভোট পেয়েছেন। তৃণমূল প্রার্থী ব্রজকিশোর ঘোষ ১ লক্ষ ১২ হাজার ৮৭টি ভোট পেয়ে ৬৪ হাজার ৬৭৫ ভোটে জয়ী হয়েছেন। শান্তিপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো ৩৯,৯৫৮ ভোট পেয়েছেন।

চার কেন্দ্রের এই উপনির্বাচনে তৃণমূলে যেমন আরো শক্তিশালী হল তেমনই উল্টোদিকে দুর্বল হল বিজেপি। প্রধান বিরোধী দল হিসেবে তিন কেন্দ্রেই জামানত জব্দ হল তাদের। জোট ছাড়া এককভাবে লড়েছিল বামফ্রন্ট, বিধানসভা ভোটের ফলাফলের তুলনায় কিছুটা ভোট শতাংশ বাড়ল তাদের। ৮.৪৯ শতাংশ ভোট পেয়েছে বামেরা। বিজেপির ভোট শতাংশ ১৪.৫০, তৃণমূলের ৭৪.৯৯।