বাহক নিউজ় ব্যুরো: আইপিএলে হলুদ জার্সি ছাড়া ধোনিকে ভাবাই যায় না। কিন্তুু এবার এমনটা হওয়ার সম্ভাবনার দরজা খোলা রাখলেন স্বয়ং ধোনি। নিলামের আগে টিমের চারজন প্লেয়ার মধ্যে না থেকে নিলামে উঠতে চাইছেন ধোনি। সিএসকে কর্তা এন শ্রীনিবাসন সম্প্রতি একথা জানিয়েছেন।
আইপিএলে ধোনির আগামী মরসুম সম্পর্কে শ্রীনিবাসন বলেন, ‘‘ধোনি অত্যন্ত সৎ এবং ভাল মানুষ। সেই কারণেই ও চাইছে না, আমরা নিলামের আগে ওকে রেখে দিই। কারণ ও জানে, ওকে ছেড়ে দিলে নিলামের সময় চেন্নাইয়ের হাতে বাড়তি বেশ কিছুটা টাকা থাকবে। এটা ভেবেই ও এখনও পর্যন্ত বিভিন্ন লোককে বিভিন্ন উত্তর দিয়েছে। ও চাইছে না, নিলামের আগে আমাদের কিছু টাকা ওর পিছনে যাক।’’
এইবারের আইপিএলে ধোনির ব্যাটিং ফর্ম ছিল অত্যন্ত খারাপ। তবু বাকি প্লেয়ারদের ভালো পারফরমেন্সে এবারও ট্রফি ঘরে তোলে সিএসকে।আগামী আইপিএলের জন্য নিয়ম অনুযায়ী, নিলামের আগে সর্বাধিক চারজনের মধ্যে না থেকে ধোনি নিলামে উঠতে চাইছেন সিএসকের টাকার পরিমাণের কথা চিন্তা করেই। গত আইপিএলে ধোনির পারফরমেন্স খারাপ হওয়ায় এবছর হয়ত তুলনামূলক কম দামেও নিলামে ধোনিকে পেয়ে যেতে পারে সিএসকে।
আইপিএল চলাকালীন ধোনি বলেছিলেন হলুদ জার্সিতেই ধোনিকে আরো একবার দেখা যাবে, কিন্তুু তখনও কেবলমাত্র চারজন খেলোয়াড় রেখে দেওয়ার নিয়ম হয়নি। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ তিনজন ভারতীয় খেলোয়াড় রাখতে পারবে প্রতিটা টিম। ধোনির ইচ্ছা অনুযায়ী ধোনিকে নিলামে ছেড়ে দেবেন সিএসকে, নাকি আরো একবার বেশি দাম দিয়েই রেখে দেবে, সেটাই দেখতে আগ্রহী ক্রিকেট-প্রেমীরা।
Published on Tuesday, 2 November 2021, 11:46 pm | Last Updated on Tuesday, 2 November 2021, 11:46 pm by Bahok Desk









