বাহক নিউজ় ব্যুরো: বাদুড়িয়া থানার অন্তর্গত পশ্চিম জয়নগর এলাকায় আবদার মন্ডল নামের এক ৬২ বছরের বৃদ্ধ নিজের স্ত্রীর হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার।

এলাকার প্রতিবেশী সূত্র থেকে জানা যায় ওই ব্যক্তি কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। তিনি মানসিকভাবে সুস্থ থাকাকালীন এলাকার বাবুরাস্তা বাজারে আনাজ এর ব্যবসা করতেন। মৃত আবদার মন্ডল মানসিকভাবে অসুস্থ হওয়ার পরে স্ত্রী ও পুত্র তাঁকে নির্যাতন করত। এছাড়া প্রতিবেশীদের থেকে জানা যায়, আবদার মন্ডল শারীরিক অসুস্থতার জন্য বেশ কয়েকদিন শয্যাশায়ী থাকেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

গতকাল আবদার মণ্ডলের স্ত্রী তাঁর হাত-পা বেঁধে জলে পরিপূর্ণ পুকুরে ফেলে দেয়। অসুস্থ এবং মস্তিষ্ক বিকৃত অবস্থায় পুকুরের জলে ডুবে প্রান হারায় ৬২ বছরের বৃদ্ধ আবদার মন্ডল। স্ত্রীর এমন হীনমন্যতাসম্পন্ন কাজ এলাকার প্রতিবেশীরা মেনে নিতে পারেনি।এই ঘটনার পর এখনও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা রয়েছে।

গ্রামবাসীরা আরো জানান যে, আবদার মন্ডল বেশ কয়েকদিন অসুস্থ থাকার কারণে, প্রায়ই নিজের পোশাক ও বিছানা নোংরা করে রাখতেন, যেটি তাঁর স্ত্রী কোনোভাবেই মেনে নিতে পারেনি।ফলস্বরূপ এরকম ঘটনা ঘটিয়েছেন বলে এলাকাবাসীর অভিযোগ।