বাহক নিউজ় ব্যুরো: ২৪শে লোকসভাকে লক্ষ্য রেখে বাংলার পর ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে চায় তৃণমূল। ২০২৩ সালে বিধানসভা ভোটের আগে ২১শে ত্রিপুরার পুরভোটের ফলাফলের দিকে চোখ থাকবে রাজনৈতিক মহলের। কিন্তুু পুরভোটের অর্ধেক আসনেও প্রার্থী দিতে পারল না তৃণমূল। আরও খারাপ অবস্থা কংগ্রেসের। তৃণমূলের তুলনায় কিছুটা ভালো হলেও সব আসনে প্রার্থী দিতে পারল না বামেরাও।

সংগঠন কিছুটা বাড়ার ফলে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিয়েছে তৃণমূল। সুবল ভৌমিক, সুষ্মিতা দেবরা ছিলেন মিছিলের নেতৃত্বে। অন্য কিছু পুরসভায় না পারলেও আগরতলা পুরসভার প্রতিটা আসনেই প্রার্থী দিতে পেরেছে তৃণমূল। আগরতলা পুরসভার ৫১ জন প্রার্থীর মধ্যে ২৫জনই মহিলা। ত্রিপুরার তৃণমূল জানিয়েছে তারা মূলত আগরতলাকেই গুরুত্ব দিচ্ছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্য নেতারা বিরোধীদের উপর বিজেপির সন্ত্রাসের আবহ তৈরির অভিযোগ করছেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বিজেপির ৩৩৬ জন, তৃণমূলের ১২৫জন, সিপিএমের ২১৪ জন, সিপিআই ৬, আরএসপি ২, ফরওয়ার্ড ব্লক ৫, কংগ্রেস ১০১, নির্দল ৩২ এবং অন্যান্য দলের ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বামেদের অভিযোগ বিজেপির সন্ত্রাসের কারণে কিছু জায়গায় প্রার্থী দেওয়া যায়নি। বিজেপি নেতৃত্ব বামেদের এই অভিযোগ মানছেন না। বিজেপি বলছে, বাম সহ অন্যান্য বিরোধীরা জনবিচ্ছিন্ন, তাই প্রার্থী খুঁজে পাচ্ছে না তারা।

আগামী ২৫শে নভেম্বর আগরতলার পুরনিগম, ১৩টি পুর পরিষদ ও ৬টি নগর পঞ্চায়েতের ভোটদান হবে। ২০টি পুর ও নগর সংস্থায় মোট ৩৩৪ টি আসন রয়েছে।