বাহক নিউজ় ব্যুরো : উত্তরপ্রদেশে বিক্ষোভরত কৃষকরা নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিরোধিতা প্রদর্শন শুরু করেছিলেন। ওই বিক্ষোভরত কৃষকদের ‘পিষে দিল’ বিজেপি মন্ত্রীর ছেলের গাড়ি। এমনটাই অভিযোগ করা হয়েছে কৃষকদের তরফে। জানা গেছে, গাড়ি চাপা পড়ার এই ঘটনায় মারা গেছেন বিক্ষোভরত দুই কৃষক। এই ঘটনাকে কেন্দ্র পরেই তুমুল চেহারা নেয় উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলা এবং এই হিংসায় মারা গেছেন কমপক্ষে ৮ জন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনও থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত লখিমপুর খেরি জেলায়। কৃষক সংগঠনের এক নেতা এই প্রসঙ্গে বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে বিক্ষোভরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেয়। এই ঘটনায় ২ কৃষক মারা যান”।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সোমবার সকালে রাজ্য পুলিশের তরফে করা টুইটের মাধ্যমে জানতে পারে গেছে যে, এখনও পর্যন্ত ৮ জন মারা গেছেন। সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনাটির বীজ পোঁতা হয়ে গেছিল সেপ্টেম্বরের ২৫ তারিখে। যখন অজয় মিশ্র বলেন, “কৃষকদের নিজেদেরকে সংশোধন করা উচিত, নইলে তাঁদেরকে সংশোধন করা হবে”।

ঘটনার দিন যখন ওই এলাকায় একটি অনুষ্ঠানে উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য পৌঁছানোর কথা ছিল। তখন বিক্ষোভকারীরা সেই হ্যালিপ্যাডটি অবরোধ করে ফেলেন, তবিক যেখানে উপ-মুখ্যমন্ত্রী নামার কথা ছিল। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সড়ক পথে যাতায়াত করতে বাধ্য হন। উল্লেখ্য, এই ঘটনা থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে, অজয় মিশ্র অর্থাৎ টেনি ওই ঘটনার সময় ওই এলাকায় তাঁর ছেলের উপস্থিতি অস্বীকার করেছেন। এদিকে, তিনি এও বলেছেন, “যখন ‘দুষ্কৃতীরা’ গাড়ির দিকে পাথর ছুঁড়তে শুরু করে এবং লাঠি সহকারে আক্রমণ করতে শুরু করে, তখন আমাদের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও কৃষকদের ওপর গাড়ি চালিয়ে ফেলে”।

রাজ্যের ডিজিপি মুকুল গোয়েল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে, এই পুরো ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট ৮ জন। এর মধ্যে রবিবারে ৪ জন মারা গেছেন, এরা প্রত্যেকেই কৃষক ছিলেন। অপরিদকে ঘটনা পরবর্তী হিংসায় অর্থাৎ যখন বিক্ষোভকারীরা গাড়িতে আগুন লাগানোর সময়ে বলি হয়েছেন বাকি ৪ জন।