বাহক নিউজ় ব্যুরো: কেরলে করোনার গ্রাফ উর্দ্ধমুখী ওনাম উৎসবের পর থেকেই। তারই মধ্যে দেখা দিল নিপার আতঙ্ক। রবিবার সকালে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানান কেরলের এক হাসপাতালে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিল।
সূত্রের খবর, শিশুটি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার রোগের লক্ষণ দেখে ডাক্তাররা ওই শিশুর নমুনা পুণে ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠান। নমুনাটি পরীক্ষা করার পর সংশ্লিষ্ট সংস্থা জানায় যে শিশুটি নিপা ভাইরাসে আক্রান্ত ছিল।
স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া বিবৃতি অনুযায়ী আজ ভোর পাঁচটার সময় শিশুটি মারা যায়। গতকাল রাত থেকেই তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে যে “আমরা ইতিমধ্যে বেশ।কয়েকটি দল গঠন করেছি যারা নমুনা সংগ্রহ শুরু করে দিয়েছে। এই শিশুটির সঙ্গে যারা মেলামেশা করেছেন তাঁদের চিহ্নিত করে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়েছে।”
২০১৮ সালের মে মাসে।প্রথম নিপা ভাইরাস হানা দেয় ভারতে। মাত্র একমাসের মধ্যেই ১৮ জন মারা গিয়েছিলেন নিপার সংক্রমণে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।২০১৮ সালের ভয়ানক পরিস্থিতির কথা মাথায় রেখেই একটি অ্যাকশন প্ল্যান তৈরী করা হয়েছে। শনিবার রাতে দীর্ঘ সময় ধরে আন্তঃদফতর আলোচনা করা হয়েছে এই মুহূর্তে কী করণীয় তাই নিয়ে । উল্লেখ্য নিপা ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হয় মূলত বাদুড় থেকে, বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যু অনিবার্য। এর কোনো ভ্যাকসিন বা ওষুধ এখনো অবধি আবিষ্কার হয়নি।