কি এটাই ভাবছেন তো যে ৫ পয়সায় আজকাল কি হয়। আজকের দিনে ৫ পয়সাই তো অচল! কিন্তু এই ৫ পয়সা যে কি কেরামতি দেখালো, তা জানলে চোখ কপালে উঠতে পারে যে কারোরই।

এখনকার দিনে এই অচল ৫ পয়সার কয়েন দিলেই আপনি পেতে পারেন ১ প্লেট বিরিয়ানি! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি।
মাদুরাইয়ের একটি বিরিয়ানি স্টলে আপনি যদি ৫ পয়সার কয়েন দেন, তাহলে ফ্রিতে খেতে পাবেন বিরিয়ানি। দোকান খোলার প্রথম দিনে এমনটাই অফার দিয়েছেন বিক্রেতারা। এমন কি এই নিয়ে তাদের দোকানের সামনে ও এলাকায় পোস্টার ও দেওয়া হয়।
এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই দোকানের সামনে লাইন পড়ে যায়। এমন কি এই ৫ পয়সার বিরিয়ানি খেতে করোনা বিধি না মেনেই দোকানের সামনে শয়ে শয়ে মানুষের সমাগম ঘটে।
একটা সময় মানুষের ভিড় এতোটাই বেড়ে যায় যে ভিড় সামলাতে না পেরে দোকান বন্ধ করে দিতে হয়।
এই খবর শুনে চমকে ওঠে পুলিশ মহলও। যে ভাবে করোনা বিধি না মেনেই বিরিয়ানি খাওয়ার জন্য দোকানের সামনে ভিড় হয়েছে, তা দেখে অবাক হয়ে যায় পুলিশ কর্মীরাও।
জানা গিয়েছে, দূরত্ব বিধি তো দূরের কথা, দোকানের সামনে কেউ মাস্কই পরেননি। এমন কি মানুষ এমন ভাবে দোকানের সামনে হুড়োহুড়ি করছে দেখলে মনে হবে যেন করোনা বলে কিছুই নেই।
এদিকে ৫পয়সার বিরিয়ানি অনেকেই না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বিক্রেতাদের প্রতি।
পুলিশ সেখানে পৌঁছে ভিড় নিয়ন্ত্রণে আনে। এবং সবাই কে করোনা বিধি মেনে চলার নির্দেশ দেন।
উল্লেখ্য, যে দেশে করোনা সংক্রমণ আবার বাড়ছে। সবাই কে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। আগামী দিন গুলি আরো বিপদজনক হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ মহল।
তারপরও মাদুরাইয়ের বিরিয়ানির দোকানের সামনে যে ভাবে ভিড় চোখে পড়ল তা আরও ভয়ংকর হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।
তবে এতো কিছুর পরেও এযুগে দাঁড়িয়ে অচল ৫ পয়সারও যে দাম আছে তা কিন্তু বলাই বাহুল্য।

রিয়া দুয়ারী

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount