সম্প্রতি পর্যবেক্ষণ অনুযায়ী, স্ত্রীর সাথে জোরপূর্বক মিলন বেআইনি নয়। এক মহিলা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলান যে তার স্বামী বিয়ের পর তাকে জোর করে যৌন মিলনে বাধ্য করেছে।
তবে এবার মুম্বায়ের অ্যাডিশনাল সেশনস কোর্ট অভিযুক্ত স্বামীকে ক্লিন চিট দিল। এই মামলা টিতে পক্ষে ও বিপক্ষের জবাব শোনার পর আদালতের পর্যবেক্ষণ, ‘ স্বামী যদি তার নিজের স্ত্রীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে চেয়ে থাকেন, তাহলে তা কখনই বেয়াইনি নয়।
আদালত সুত্রে জানা গিয়েছে, গত বছর ওই মহিলার বিয়ে হয়েছিল। ওই মহিলা অভিযোগ করেছিল, বিয়ের পর শশুর বাড়ির লোকজন তার উপর খুব অত্যাচার করতো। মারধোর, কুকথা শোনানো, নানা রকম বিধিনিষেধ, পনের দাবি ছাড়াও আরও অনেক অভিযোগ তোলেন।ওই মহিলা আরও জানিয়েছেন, বিয়ের ১মাস পর জোর করে যৌন মিলিয়ন করতে বাধ্য করেছিলেন তার স্বামী।
আবার গত জানুয়ারি মাসে ঘুরতে গিয়েছিল ওই দম্পতি। তখন আবার তার স্বামী তার উপর জোর খাটিয়েছিল বলে অভিযোগ করেন ওই মহিলা। এই ঘটনার পর খুব অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। তারপর চিকিৎসকের কাছে পরিক্ষা করে জানা যায় তার কোমরের নিচের অংশে পক্ষাঘাত হয়ে গিয়েছে। তার পরেই তিনি মুম্বাই পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন।
তারপরই অভিযুক্ত ব্যাক্তি জামিনের জন্য আবেদন করেন। কোর্টে শুনানি চলা কালিন অভিযুক্তের পরিবার জানায় তাদের বিরুদ্ধে যা যা আভিযোগ উঠেছে সব মিথ্যা। আবার কিছুজন বলেন ওই মহিলা নাকি গর্ভবতী ছিলেন।
পরে আদালতে যৌতুকের দাবির অভিযোগ গ্রাহ্য হলেও যৌন মিলনের অভিযোগ গ্রাহ্য হয়নি। বিচারপতি বলেন মহিলার পক্ষাঘাত হয়ে পড়ার বিষয়টি খুবই দু:খজনক। তবে এই আবস্থার জন্য তার স্বামী দায়ী কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।