বাহক নিউজ় ব্যুরো: সন্তান ঠিক করবে সে কোন পদবী ব্যবহার করবে। সন্তান চাইলে মায়ের পদবী ব্যবহার করতে পারে, আবার যদি চায় বাবার পদবী ব্যবহার করতে তাহলে তেমনটাও পারবে সে। এমনই যুগান্তকারী পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের।
মেয়ের সমস্ত ডকুমেন্টে মায়ের বদলে বাবার পদবী ব্যবহার করা হোক- এই দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন এক ব্যক্তি। এই মামলার প্রতিক্রিয়ায় দিল্লি হাইকোর্টের মহামান্য বিচারপতি রেখা পাল্লি বলেন, ‘একজন বাবা তাঁর মেয়েকে নির্দেশ দিতে পারে না যে তাঁকে তাঁরই পদবী ব্যবহার করতে হবে। যদি বাচ্চা মেয়েটি তাঁর মায়ের পদবী ব্যবহার করে খুশি হয়, তাহলে সমস্যা কোথায়?’
ওই ব্যক্তি হাইকোর্টকে বলেছিলেন, তাঁর যাবতীয় ইনস্যুরেন্স বা আর্থিক সমস্ত বিষয়ের ক্ষেত্রে বাচ্চা মেয়ের পদবী পরিবর্তনে সমস্যা হতে পারে। তাই বাবার পদবী ব্যবহার করার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন ওই ব্যক্তি। এমনকি, তার মেয়ের স্কুলে যাতে তাকে বাবা হিসেবে না দেখানো হয়, সেই আর্জিও জানানো হয়েছিল। ব্যক্তির ডিভোর্স হয়ে গিয়েছিল কিন্তু বাচ্চার দায়িত্ব ও পদবী নিয়ে টানাপোড়েন চলছিল। অবশেষে ওই ব্যক্তি কোর্টের দ্বারস্থ হয়। কোর্টে যুক্তি দেওয়া হয়, তার মেয়ে নাবালিকা, তাই কোন পদবী গ্রহণ করা উচিৎ সেই সিদ্ধান্ত সে নিতে পারবে না। এই দাবির ভিত্তিতেই বিচারপতি রেখা পাল্লি মামলাকারীকে বলেন, বাচ্চা মেয়েটি যদি তার মায়ের পদবী নিয়ে খুশি থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই। এরপরই বিচারপতির পর্যবেক্ষণ, সন্তান চাইলে মায়ের পদবী ব্যবহার করতেই পারে, এটি তার অধিকারের মধ্যে পড়ে। একইসঙ্গে ওই ব্যক্তির মামলাটিও খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।