বাহক নিউজ় ব‍্যুরো: ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে আজ ৫ ই সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হয় ‘শিক্ষক দিবস’ । ভাগ‍্যের নির্মম পরিহাস এমন‌ই , আজ‌ই প্রয়াত হলেন রাধাকৃষ্ণণের নাতি কেশব দেশিরাজু। চেন্নাই এর এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। প্রাক্তন স্বরাষ্ট্র সচিবের মৃত‍্যুতে শোকে মুহ‍্যমান তাঁর পরিবার।

মৃত্যুকালে দেশিরাজুর বয়স হয়েছিল ৬৬ বছর। জানা গিয়েছে করোনারি সিনড্রোমের কারণে মৃত‍্যু হয়েছে তাঁর। তিনি কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব পদ থেকে অবসর নিয়েছিলেন। বিভিন্ন রাজ‍্য সরকারের অধীনে কাজ করার অভিজ্ঞতাও ছিল তাঁর।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

জনস্বাস্থ্য কারিগরি সহ বিভিন্ন সরকারি উপদেষ্টা বিভাগে কাজ করেছিলেন তিনি। সম্প্রতি সঙ্গীতশিল্পী এম এস সুবালক্ষীর জীবনী লিখছিলেন তিনি। এর আগেও সমীরণ নন্দী ও সঞ্জয় নাগরার সাথে সহ লেখক হিসেবে ভারতে স্বাস্থ্য পরিষেবার দুর্নীতির ওপর ব‌ই লিখেছিলেন তিনি।

উত্তরাখন্ডের ১৯৭৮ সালের ব‍্যাচের আই এ এস ক‍্যাডার কেশব দেশিরাজু। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন স্নাতকোত্তর ডিগ্রী। তারপর জন এফ কেনেডি স্কুল , হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি প্রাশাসনিক বিষয়ে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। মুখ‍্যমন্ত্রী অশৈক গেহলট, কংগ্রেস নেতা জয়রাম রমেশ।প্রমুখেরা তাঁর মৃত‍্যুতে টুইট করে শোকজ্ঞাপন করেন।

Published on Sunday, 5 September 2021, 11:09 pm | Last Updated on Sunday, 5 September 2021, 11:09 pm by Bahok Desk