বাহক নিউজ় ব্যুরো: মুম্বাই একটি জনবহুল শহর। এমন কোনো মানুষ নেই যে মুম্বাইয়ের নাম শোনেন নি। আজ সেই মুম্বাইয়েই বোমাতঙ্ক! অমিতাভ বচ্চনের জুহুর বাংলো সহ তিনটি স্টেশনের সামনে বাড়ানো হলো নিরাপত্তা।
সূত্রের খবর থেকে জানা গিয়েছে, এক ব্যাক্তি মুম্বাই পুলিশের মেন কন্ট্রোল রুমে ফোন করে জানান, শহরের চার জায়গায় বোমা রাখা হয়েছে। তখনই সঙ্গে সঙ্গেই পুলিশ কোনো ঝুঁকি না নিয়েই সতর্ক হয়ে গিয়েছিল। কিন্তু পরে জানা গিয়েছে, যে এটি ভুয়ো খবর ছিল।
মুম্বাই পুলিশের থেকে জানা গিয়েছে, এক ব্যাক্তি কন্ট্রোল রুমে ফোন করে ৪টি জায়গায় বোমা রাখার কথা জানান। ছত্রপতি শিবাজি টার্মিনাল, বাইকুল্লা ও দাদার রেলওয়ে ও অমিতাভ বচ্চনের জুহুর বাংলোর কথা তিনি বলেন। এই খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গেই পুলিশ ও বম্ব স্কোয়াড ওই জায়গাগুলোতে তল্লাশি চালায়।কিন্তু ওই ৪টি জায়গার কোনো জায়গা থেকেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
খবরটি ভুয়ো হলেও এই নিয়ে নিরাপত্তায় কোনো খামতি রাখেননি মুম্বাই পুলিশ। ৪জায়গায় তেই বেশ কড়া নিরাপত্তা বাড়ানো হয়েছে। আবার এই ভুয়ো ফোনকল কে বা কারা করেছে তাও খোঁজার যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন পুলিশ বাহিনী। ওই ব্যাক্তি ঠিক কোন জায়গা থেকে ফোন করেছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।
গতবছর মুম্বাইয়ের মহারাষ্ট্রে এরকমই একটি ভুয়ো ফোনকল পেয়েছিল পুলিশ। সেখানে এক ব্যাক্তি জানিয়েছিল যে বিল্ডিংয়ে বোমা রাখা হয়েছে। কিন্তু তল্লাশি চালিয়ে সেখানেও কিছু পাওয়া যায়নি। পরে পুলিশ অনেক খোঁজ খবর করে জানতে পেরেছিল যে নাগপুরের এক ব্যাক্তি ওই ভুয়ো কল টি করেছিল।
কিন্তু এই ফোনকল টি ভুয়ো হলেও যথেষ্ট সচেতন ও সতর্ক রয়েছেন পুলিশ।
Published on Saturday, 7 August 2021, 1:33 pm | Last Updated on Saturday, 7 August 2021, 1:36 pm by Bahok Desk









