করোনা কে হারিয়ে এভারেস্ট জয় করলেন আইআইটির এক প্রাক্তনী।

বিভিন্ন দেশের সীমা ছাড়িয়ে নিজের বিষক্রিয়া ছড়িয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে গিয়েছিল করোনা ভাইরাস।
কিন্তু অসীম সাহস আর মনের জোর হয়তো একেই বলে। ওই পর্বত আরোহীর নাম নীরজ চৌধুরী। তিনি গত ২৭ সে মার্চ এভারেস্ট জয়ের অদম্য ইচ্ছা নিয়ে কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করেছিলেন।কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ায় করোনা।তিনি সংবাদ সংস্থা এ এফ পি কে ফেসবুক মেসেজে জানিয়ে ছিলেন “আমি করোনা আক্রান্ত, আমি ঠিক আছি…” হাসপাতাল আমার যত্ন নিচ্ছে।
এভারেস্টের বেস ক্যাম্পে ছিলেন তিনি। হেলিকপ্টার করে তাঁকে উদ্ধার করা হয়। এবং ফিরে আসার পর ওনাকে চলে যেতে হয়েছিল কোয়ারেন্টিইনে।তবে করোনার ধাক্কা খেলেও এভারেস্ট জয়ের অদ্যম ইচ্ছে থেকে তিনি সরে আসেননি। সুস্থ হতেই মে মাস জুড়ে শুরু হয় তার প্রস্তুতি। অবশেষে তিনি অর্জন করেন সেই প্রতাশিত সাফল্য। ৩১সে মে নীরজের হাত ধরে আবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে উড়লো ভারতের পতাকা।
২০০৯-১১সালে এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্টে দিল্লির আইআইটি থেকে এম.টেক করেন নীরজ।
২০১৪ সালে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। ২০২০ সালে ভারত সরকারের অধীনে মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের সদস্য হন ৩৭ বছরের নীরাজ।
তিনি প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দিয়েছেন যে মনে ইচ্ছে থাকলে সবকিছুই করা সম্ভব।

                                                                                                                                                                                                                                                                                     রিয়া দুয়ারী