বাহক নিউজ় ব্যুরোঃ

প্রথমে তিনি যখন থ্রো করেছিলেন তাঁর দূরত্ব ছিলো ৮৭.০৩মিটার। তখনও তিনি প্রথম স্থান দখল করেছিলেন। এর পরের থ্রোয়ে তিনি নিজের পারফরম্যান্স আরো অনেক ভালো করেন। এই টোকিও অলিম্পিকে নীরজই প্রথম সোনা জয় করলেন। এই জয়ে আপ্লূত গোটা ভারতবাসি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

 

 

 

চলতি অলিম্পিকে এই নিয়ে ভারতের ঝুলিতে আসলো মোট ৭টি পদক। এই সাতটি পদকের মধ্যে রয়েছে একটি সোনা, দুটি রুপো, এবং চারটি ব্রোঞ্জ পদক।

নীরজ প্রথম থেকেই এতো ভালো পারফরম্যান্স করছিলেন যে তাঁর সোনা জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন ভারতবাসি। তিনিও নিরাশ করেননি।।
পরের রাউন্ডে নীরজ ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করেন। আর নিজের ঝুলিতে আনেন সোনার পদক। ভারতীয় অ্যাথলেটিক্সদের মধ্যে নীরজই প্রথম অ্যাথলেটিক্স যিনি প্রথম পদক হিসেবে সোনা জয় করলেন।

 

নীরজের এই সাফল্যে উচ্ছ্বসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী। তিনি নীরজের এই জয়ের জন্য ৬ কোটি টাকা পুরষ্কার দেবেন বলে জানিয়েছেন। এবং একটি চাকরি দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

 

এই জয় ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। যটতা সহজে আমরা বলতে পারছি এই জয়ের কথা, ঠিক এতোটা সহজ ছিলো না এই জয়। কঠোর পরিশ্রম করে ভারতের হয়ে জ্যাভলিনে সোনা আনলেন নীরজ চোপড়া। এই অলিম্পিকে তিনিই প্রথম সোনা জয় করলেন।

কঠোর পরিশ্রম ও সঠিক সাধনার মাধ্যমে যে সবই সম্ভব তা আজ আপামোর ভারতবাসিকে দেখিয়ে দিয়েছেন নীরজ চোপড়া। এই জয় এর সাফল্য সারাজীবন ইন্সপিরেশন হয়ে থাকবে হাজার হাজার অ্যাথলেটিক্সের জীবনে।