বাহক নিউজ় ব্যুরো: হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে জগন্নাথ মন্দির মানেই একরাশ আবেগ। কিন্তু করোনা সংক্রমনের কারনে প্রায় ২ বছরের কাছাকাছি সময় ভক্তদের জন্য বন্ধ ছিল এই মন্দির। তবে এবার ভক্তদের জন্য সুখবর ঘোষণা করেছেন ওই মন্দিরের অ্যডমিনিস্ট্রেশন। ওনারা বলেছেন যে ১৬আগষ্ট থেকে খোলা হবে পুরীর জগন্নাথ মন্দির। তবে মন্দিরে প্রবেশ করতে হলে অবশ্যই লাগবে RT-PCR নেগেটিভ রিপোর্ট।
আরো জানা গিয়েছে যে প্রতি শনি ও রবিবার ভক্তদের জন্য বন্ধ থাকবে মন্দির। এই লকডাউনের জন্যই নাকি এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে একবারে খোলা হবে না পুরীর মন্দির, খোলা হবে ধাপে ধাপে। ১৬আগষ্ট থেকে মন্দির খোলা হলেও ওই দিন থেকেই প্রবেশ করতে পারবেন না সব ভক্ত রা। শুধুমাত্র পুরীর বাসিন্দারাই প্রবেশ করতে পারবেন। তারপর ২৩আগষ্ট থেকে সব ভক্তরা মন্দিরে প্রবেশাধিকার পাবে।
মন্দির কমিটির প্রধান জানান, ‘যে কোভিড বিধি মেনেই মন্দিরে দর্শন চলবে’। কোভিড পরিক্ষার জন্য মন্দিরের বাইরে থাকবে বিশেষ টিম। মন্দির কমিটির থেকে আরও জানা গেছে, যে সপ্তাহে ৫দিন ভক্তরা বিগ্রহ দর্শন করতে পারবেন। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। কিন্তু ভগবান কে কোনোরম ভোগ নিবেদন করতে পারবেন না ভক্তরা। এমনকি কোনোরকম বাতিও জালানো যাবে না। মন্দিরের ভেতরে কোনো বিগ্রহে হাত দিতে পারবেন না ভক্তরা।
গত ২৪,এপ্রিল থেকে কোভিডের কারনে ভক্তদের জন্য বন্ধ হয়ে গেছিল মন্দিরের দরজা। ইচ্ছে থাকলেও মন্দিরে যেতে পারেননি ভক্তরা। এবার রাজ্যর করোনা পরিস্থিতি বিচার করে ধর্মীয় স্থানগুলি খোলার অনুমতি দিয়েছে প্রশাসন। তাই এই জগন্নাথ মন্দির খোলার তোড়জোড় শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ । এই ভাবেই বিশেষ শর্ত মেনেই খোলা হবে মন্দির।
বহুদিন পর আবার জগন্নাথ মন্দির খোলায় খুশি মন্দির কর্তৃপক্ষ সহ ভক্তরা। তবে নেগেটিভ রিপোর্ট ছাড়া মন্দিরে প্রবেশ করতে পারবেন না কেউ।