বাহক নিউজ় ব্যুরো :রবিবারে লিগ্যাল সার্ভিস অথোরিটির একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন. ভি. রামান্না। সেখানেই শারীরিক নিগ্রহের ব্যাপারে বক্তব্য রাখলেন তিনি। তিনি দাবি করলেন যে, দেশের বিভিন্ন থানায় এখনও শারীরিক নিগ্রহ হয়ে থাকে। এই ব্যাপারটিকে তিনি ‘সামাজিক সমস্যা’ বলে আখ্যায়িত করে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি তাঁর মন্তব্যে পুলিশি হেফাজতে থাকাকালীন অভিযুক্তদের মৃত্যুর কথাও তুললেন। তিনি বললেন, “সাংবিধানিক ঘোষণা ও গ্যারান্টি থাকা সত্ত্বেও থানায় কার্যকরী আইনি প্রতিনিধিত্বের অভাব গ্রেফতার হওয়া ও আটক হওয়া ব্যক্তিদের জন্য একটি বড় ক্ষতি”। তিনি আরও বলেন যে, আইন সম্পর্কে সাধারণ মানুষের সঠিক জ্ঞান না থাকার কারণেই এই ধরণের ঘটনা আরওই ঘটে। এইজন্য সাধারণ মানুষ যাতে আইনি সহায়তার পরিষেবা পেতে পারে সেই জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন।
এই সহায়তা পরিষেবা বিনামূল্যে উপলব্ধ করানোর জন্য তিনি প্রত্যেক থানা ও প্রত্যেক কারাগারে ডিসপ্লে বোর্ড এবং বাইরে হোর্ডিং টাঙানোর কথা বলেছেন। এই সমস্ত ডিসপ্লে বোর্ড এবং হোর্ডিং-এ আইন সংক্রান্ত তথ্যাবলী দেওয়ার কথাও উল্লেখ করেছেন। বিনামূল্যে অনলাইনে আইনি সহায়তায় পরিষেবা পাওয়ার জন্য তিনি ইকোর্টস সার্ভিস মোবাইল অ্যাপ (Ecourts Service Mobile App) ডাউনলোড করার কথা বলেছেন। তিনি আইনি সহায়তা পরিষেবা অ্যাপের (Ecourts Service Mobile App) কথা উল্লেখ করে জানান যে, দেশের যে কোনো প্রান্তে থাকা যে কোনো ব্যক্তিই আইনি সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে পারবে।