বাহক নিউজ় ব্যুরো: গ্রুপ ২-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। বারো বার বিশ্বকাপে হারার পর এই প্রথমবার ভারতের বিরুদ্ধে জিতল পাকিস্তান। প্রয়োজনীয় ১৫২ রান তুলে নিল কোনো উইকেট না হারিয়েই।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাক অধিনায়ক বাবর আজম। প্রথম ও তৃতীয় ওভারে রোহিত ও কে এল রাহুলকে আউট করে শুরুতেই ভারতকে চাপে ফেলে দেয় পাক জোরে বোলার শাহিন আফ্রিদি। এরপর হাসান আলি সূর্যকুমার যাদবকে আউট করার পর তিন উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। পন্থকে সঙ্গী করে ধীরে ধীরে ইনিংসের ভিত গড়তে থাকে বিরাট কোহলি।
৩০ বলে ৩৯ রান করে শাদাব খানের বলে আউট হয় পন্থ। জাদেজা, হার্দিক কেউই বড় রানে পৌছাতে পারেনি। ৪৯ বলে ৫৭ রান করে ভারতকে লড়াই করার মতো স্কোরে পৌছে দেয় অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের সামনে ১৫২ রানের টার্গেট রাখে ভারত।
পাকিস্তানের দুই ওপেনার মহম্মদ রিজওয়ান ও বাবর আজমের পার্টনারশীপে বিনা উইকেটে ম্যাচ জিতে যায় পাকিস্তান। ভুবি,বুমরাহ,জাদেজা,বরুণ,সামি কেউ দাগ কাটতে পারল না। খুব সহজেই দুই ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে গেল পাকিস্তান।
প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে চনমনে পাকিস্তান টিম। গ্রুপের বাকি ম্যাচগুলোয় আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামবে তারা। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছে এই পাকিস্তান এইবার সেমি-ফাইনালে যাওয়ার প্রবল দাবিদার।