বাহক নিউজ় ব্যুরো: ভারতে পা রাখতে চলেছে প্রথম পরমাণু ক্ষেপণাস্ত্র চিহ্নিতকারী জাহাজ। এই জাহাজের সহায়তায় খুব সহজেই বিভিন্ন কৃত্রিম উপগ্রহ, পরমাণু ক্ষেপণাস্ত্র, শত্রুপক্ষের সাবমেরিন চিহ্নিত করা সম্ভব হবে। ‘ধ্রুব’ নামক এই জাহাজ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনা পরিবারের অংশ হতে চলেছে। এই জাহাজ প্রস্তুত করা হয়েছে হিন্দুস্তান শিপইয়ার্ডের উদ্যোগে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সহায়তা করেছে ডিআরডিও (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) ও এনটিআরও (ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন)।
এই প্রসঙ্গেই, ১০ই সেপ্টেম্বর তারিখে বিশাখাপত্তনমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমেই ‘ধ্রুব’ নৌসেনার অংশ হতে চলেছে। জানা গেছে, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এছাড়াও, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং, এনটিআরও চেয়ারম্যান অনিল দাসমানা সহ অন্যান্য ডিআরডিও এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
উল্লেখ্য, ভারতে এই ধরণের জাহাজ এখনও পর্যন্ত ছিল না, শুধুমাত্র ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া এবং চীনের কাছেই ছিল। কিন্তু, এবার, ১০০০০ টন ওজন বিশিষ্ট এই জাহাজ ভারতের ঝোলাতেও আসতে চলেছে। উল্লেখ্য, ভারত-বিরোধী শক্তির বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে ভারতের এই পদক্ষেপ উপযুক্ত উত্তর হতে পারে বলে মনে করা হচ্ছে। স্পষ্টভাষায় বললে, ভারত বিরোধী কোনো শক্তি যদি দেশের কোনো শহর বা সামরিক ঘাঁটিকে আক্রমণের লক্ষ্য বানায় তথা ক্ষেপণাস্ত্র ছোঁড়ে, তাহলে এই ব্যাপারে আগেই ‘ধ্রুব’ জানিয়ে দেবে। এছাড়াও, কোনো দেশ যদি তাদের উপগ্রহের মাধ্যমে ভারতের উপর নজরদারি চালায় তাহলে ‘ধ্রুব’তে উপস্থিত ‘অ্যাক্টিভ স্ক্যান র্যাডার’ তা ধরে ফেলবে। এছাড়াও, ভারতীয় অঞ্চলের ম্যাপিং এবং সমগ্র এলাকার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর নজরদারি করবে অত্যাধুনিক জাহাজ ‘ধ্রুব’।