ভারতের ইতিহাসে প্রথমবার নির্মান হচ্ছে ‘মোদি’ মন্দির৷ এক বিজেপি কর্মী উদ্যোগে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য নির্মাণ করা হচ্ছে ‘মোদী’ মন্দির। সুত্রের খবর, বছর সাঁয়ত্তিশের ‘ময়ূর মুণ্ডে’ নামের এক রিয়েলেসস্টেট ব্যবসায়ী প্রধানমন্ত্রী মোদী’র এই মন্দির বানানোর সংকল্প নিয়েছেন৷ সংবাদমাধ্যমে তিনি জানান- অযোধ্যায় রামমন্দির নির্মাণ থেকে শুরু করে কাশ্মিরে ৩৭০ ধারার অবলুপ্তিকরন, তিন-তালাক প্রথা হটিয়ে দেওয়ার মত একের পর এক উন্নয়নমূলক কাজ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। ফলত, তাঁর কাজের প্রতি ট্রিবিউট জানাতেই বিজেপি কর্মীর এহেন উদ্যোগ।
নরেন্দ্র মোদী’র এই অভিনব মন্দিরটি তৈরি করা হবে মুম্বাইয়ের ‘পুনে’ শহরে৷ এখানেই শেষ নয়, মন্দির নির্মাণের পর সেখানে প্রধানমন্ত্রীর একটি আবক্ষ মুর্তি প্রতিষ্ঠা করা হবে৷ মুর্তির সামনেই প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা দু’চার লাইনের একটি অনবদ্য কবিতা ডিসপ্লে করা হবে৷
ইতিমধ্যেই মন্দির নির্মাণে প্রয়োজনীয় লাল মার্বেল রাজস্থানের জয়পুর থেকে আনানো র ব্যবস্থা করা হয়েছে। সমগ্র মন্দির তৈরি করতে খরচ হতে পারে ১.৬ লক্ষ টাকা৷