বাহক নিউজ় ব্যুরো : বেশিরভাগ মানুষকেই কাজের জন্য বা বিভিন্ন উদ্দেশ্য ট্রেনে যাতায়াত করতে হয়। দূরে কোথাও যাওয়ার জন্য তুলনামূলক ভাবে কম ভাড়ায় ট্রেনই একমাত্র সঙ্গী সাধারণ মানুষের। কিন্তু কোভিড পরিস্থিতির জন্য প্রায় ২ বছরের কাছাকাছি সময় পর্যন্ত বন্ধ লোকাল ট্রেন।
এখনো পর্যন্ত কোভিড পরিস্থিতি ঠিক না হওয়ার কারনে বন্ধ রয়েছে সব দূরপাল্লার ট্রেন। কিন্তু এবার জানানো হয়েছে যে, প্রায় ১,৫১৭ টি স্পেশাল ট্রেন ও ৮৪৬ টি প্যাসেঞ্জার ট্রেন চালানো হচ্ছে।
রেলমন্ত্রী রাজ্যসভায় জানিয়েছেন, কোভিড রুখতে ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ করা হয়েছিল সমস্ত লোকাল ট্রেন। এতো দিন ট্রেন চলাচল বন্ধ থাকার কারনে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারন মানুষকে। বর্তমান পরিস্থিতি একটু ঠিক হলেও এখনো বাড়ছে সংক্রমণ, তাই রাজ্য সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে শুধুমাত্র বিশেষ কিছু ট্রেন চালানো হচ্ছে। তিনি জানান, এই ট্রেন চলাচলের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। যাতে এই পরিস্থিতিতে কোনো অসুবিধে না হয়। সেই মতই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে যাত্রীদের যে বিশেষ ছাড় তুলে নেওয়া হয়েছে তা এখন আর চালু করা হবে না।
উল্লেখ্য, ভারতীয় রেলে যাত্রীদের নানান রকম ছাড় দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন বৃদ্ধ মানুষেরাও। এছাড়া শিক্ষক, যুদ্ধে শহিদ পত্নী, খেলোয়াড় রাও এই ছাড় পেয়ে থাকেন। তবে প্রবীন রা ট্রেনের টিকিটে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
তবে এবারে ট্রেনের ভেতর WiFi পরিষেবা বন্ধ করার কথা ভেবেছেন রেল কর্তৃপক্ষ। আর্থিক ভাবে রেলকে কোনো সুবিধা না দেওয়ার কারনে এই পরিষেবা বন্ধ করতে বাধ্য হয়েছেন রেল কর্তৃপক্ষ।
বেশ কয়েক বছর আগে এই হাই স্পিড নেটওয়ার্ক সিস্টেম শুরু করেছিল রেল কর্তৃপক্ষ।
এই সময় দেশে প্রায় ৬০০০ এর বেশি রেল স্টেশনে এই WiFi পরিষেবা বিনামূল্যে ব্যবহার করতে দেয় ভারতীয় রেল। যেখানে পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় ৫০০ টি রেল স্টেশন।
সাথে ট্রেন ভাড়ায় কোনোরকম ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী।