আজ ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। কতটা বদলেছে সময়কাল? সেই নিয়ে কলম ধরলেন আজহারউদ্দীন(নয়ন)

(এই সেকশনে লেখার দায় ও চিন্তাভাবনার দায় একান্ত লেখক/লেখিকার।)

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

 

২০০৭!
ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে মুখ থুবরে পড়েছে গ্রেগ চ্যাপেল এবং রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়া(বলা ভালো টিম চ্যাপেল)..আত্মবিশ্বাস তলানিতে। এই অবস্থায় ক্রিকেটের একদম পুচকে ফর্ম্যাটের বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষনা হলো।সেখানে রাহুল, সচীন,সৌরভ,কুম্বলে,জাহিরের মতো সেই সময়ের দাপুটে প্লেয়াররা কেউ নেই লিস্টে,ক্যাপ্টেন ইয়ং বয় মহেন্দ্র সিংহ ধোনি!তখনও ভারত-পাকিস্তান ম্যাচের জন্য শুধু আইসিসি ইভেন্টের অপেক্ষা করতে হতোনা…ক্রিকেটের পুচকে ফর্ম্যাটের বিশ্বকাপেও সেবার প্রথম ও শেষ ম্যাচ(ফাইনাল) দুটোই ছিলো ভারত-পাকিস্তান।প্রথম বারটা টাইব্রেকারে(বোল আউট) জিতে ফাইনালে যখন অনায়াসে জয় আসছিলো সেই সময় মিসবা-উল-হকের অনবদ্য ব্যাটিং ম্যাচ থেকে ভারতকে প্রায় শেষ ওভারের আগে ছিটকেই দিয়েছিলো।কারেন্ট হঠাৎ করেই চলে গেছে…তখন ইন্টারনেট তো দূর মোবাইল টুকুও ছিলো না,রেডিও এফ.এম চালিয়ে চলছে রিলে….হই হই আওয়াজ,টেনসন,উৎকন্ঠা!আনকোরা অধিনায়ক ধোনি বল তুলে দিয়েছে আনকোরা বোলার যোগিন্দর শর্মার হাতে!কি হয় কি হয়….তাকেও রেয়াত করছেনা মিসবা!ওভারের দ্বিতীয় বলেই বিশাল ছয়,শেষ উইকেটে আর দরকার তখন ৫ রান চার বলে!রিতিমতো মিসবাকে সামনে পেলে খুন করার বাসনা জাঁকিয়ে বসছে তখন,বয়স কম উত্তেজনা স্বাভাবিক।কিন্তু সেই মিসবা নিজে নিজেই খুন হবে কে জানতো!একটা ভুল শটে সে শ্রীসন্থের হাতে ক্যাচ দিয়ে পুরো ভারতবর্ষকে আকাশে ওড়ার সুযোগ দিয়ে নিজে ততক্ষনে মাটিতে লুটিয়ে পড়েছে!!উফফ সে কি আওয়াজ!জোহনার্সবার্গ থেকে ভারতের প্রতিটা গ্রামগঞ্জের আওয়াজ যেনো মিলে মিশে একাকার!

দুটো দল আর সেভাবে মুখোমুখি হয়না এখনকার বাচ্ছারা আর সেই উত্তেজনা অনুভব করতে পারেনা দুদেশেই।এখনকার বাচ্চারা আর ভারত-পাকিস্তান মানে ব্যাট বলের লড়াই সেটাই জানেনা।ভারত-পাকিস্তান মানে গুলির লড়াই,বারুদের গন্ধ বোঝে নতুন প্রজন্ম!
আজ বিশ্বমঞ্চে মরুদেশে আবার একটা ভারত-পাক ক্রিকেট দ্বৈরথ।নতুন প্রজন্মের শৈশব বরং আজ দেখুক খেলা,কারেন্ট গেলে আর রেডিওর প্রয়োজন পরবে না, মোবাইল হটস্টারে চোখ রাখুক।এই প্রজন্ম বড় হোক ভারত-পাকিস্তানের ক্রিকেট দেখে গুলি-বারুদের খবর দেখে নয়… ❤️

#এমন_যুদ্ধ_চাই