সহিষ্ণু ঘোষ : সপ্তাহান্তে সিনেমা দেখবেন? নাকি ভারত-পাকিস্তান ম্যাচ? একবাক্যে অধিকাংশই বলবেন ম্যাচের আগে সিনেমা, অথবা ম্যাচের পরে সিনেমা! ম্যাচের সময়ে কিছুই না! কিন্তু এই ম্যাচই যদি সিনেমা হলে বসে দেখা যায়! বড় স্ক্রিন। অনেক দর্শক। খানিকটা যেন স্টেডিয়াম! ঠিক কেমন হবে তাহলে? হ্যাঁ, এবার সিনেমা হলে বসে, পপকর্ণ খেতে খেতে আপনিও দেখতে পারবেন ভারত-পাকিস্তান ম্যাচ (IND VS PAK)। খেলার তীব্র উত্তেজনা বজায় রেখে বড় স্ক্রিনে, শীততাপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে থুড়ি সিনেমা হলে খেলার মজা নিতে পারবেন আপনি। রবিবারের অতি উত্তেজনার ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে সেই ব্যবস্থায় করে ফেলল কলকাতার নামকরা প্রেক্ষাগৃহ সংস্থা।

আরও পড়ুন: BJP Serial Killer of Governments : বিজেপিকে কেজরিওয়ালের ‘সিরিয়াল কিলার’ তকমা, নাটকীয় মোড়ে দিল্লির মসনদ ‘সংকট’

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এবার ‘সিনেপলিস’, ভারতের প্রথম আন্তর্জাতিক এবং বিশ্বের দ্বিতীয় বড় সিনেমা হল সংস্থা এক অভিনব উদ্যোগ নিল। ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধের উত্তেজনা কাজে লাগিয়ে, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল’-র সঙ্গে জোট বেঁধে সারা ভারতজুড়ে ‘এশিয়া কাপে’র ছ’টি হাই ভোল্টেজ ম্যাচ, সিনেমা হলগুলিতে দেখানোর ব্যবস্থা করেছে এই সংস্থা। রবিবারের ম্যাচেও তার অন্যথা হবে না। ‘সিনেপলিস’ এর একাধিক শাখার হলে দেখানো হবে এই ম্যাচ। সিনেমার টিকিটের মত অনলাইন বা অফলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা। ৯০০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত টিকিটের দাম ধার্য হয়েছে। খেলা শুরুর খানিকটা আগে থেকেই অর্থাৎ কোথাও সন্ধ্যা ৬.৩০টা, আবার কোথাও ৭.৩০টা থেকে ম্যাচ-শো শুরুর সময় করা হয়েছে। মূলত এখন থেকে অনলাইনেই কাটা যাচ্ছে টিকিট। সিনেমা দেখার আমেজের মতোই এই ম্যাচ দেখার ব্যবস্থা করেছে ওই সিনেমা হল সংস্থা।

আরও পড়ুন: রাশিয়া থেকে ভারতের তেল আমদানি।  ক্ষতি /লাভ? 

প্রসঙ্গত, নাম সিনেমা হল হলেও, কোভিডের পরে এখনও অনেক ক্ষেত্রেই বহু মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার পক্ষপাতী নন। সেই পরিস্থিতে বহু সিনেমা মুক্তি পাওয়ার পরেও তা মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমা হলের সেই আমেজ কার্যত করায়ত্ত করেছে ওটিটি প্ল্যাটফর্ম। যার জেরে, একে একে বহু সিনেমা হল বন্ধের মুখে, বন্ধও হয়েছে একাধিক। বড়সড় লোকসানের মুখ দেখতে হচ্ছে সিনেমা হল মালিকদের। সিঙ্গল স্ক্রিনের চল কমেছে অনেক। কাজ হারিয়েছেন বহু মানুষ। এবার এই অভিনব উদ্যোগ এবং করোনাকালের পরে সিনেমা হলে জনতার ঢল নামাতে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনাকেই বেছে নিলেন উদ্যোক্তারা! যেখানে দর্শককে হাতের কাছেই স্টেডিয়ামের পরিবেশে খেলা দেখানোর অনুভবের দিকেই নজর দিলেন তাঁরা। যার ফলে সহজেই স্টেডিয়াম-আবহ এবং হলমুখী জনতার আমন্ত্রণে ব্যবসায়িক লাভের দিকেও তাকিয়ে আয়োজকরা।

Published on Saturday, 27 August 2022, 11:33 pm | Last Updated on Sunday, 28 August 2022, 11:12 am by Bahok Desk