বাহক নিউজ় ব্যুরো: বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির সমালোচনা করে বিপাকে পড়লেন ভারতের বাণিজ্যিক মন্ত্রী পীযূষ গোয়েল। সম্প্রতি সিআইআই অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন ভারতের বাণিজ্যিক মন্ত্রী পীযূষ গোয়েল। উল্লেখ্য, এই অনুষ্ঠানেই তিনি করে বসেন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির সম্পর্কে বিতর্কিত মন্তব্য।
সিআইআই আয়োজিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দাবি করেন যে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দেশের কথা ভাবে না এবং আইনের ফাঁক দিয়ে গলে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় বয়ে যায় শিল্প মহলে। পরে জানা গেছে, উপর মহলের তরফে তথা শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতাদের তরফে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য থাকা ভিডিওটিকে ব্লকও করা হয়েছে। এই ব্যাপারটি দাবি করেছে ‘দ্য হিন্দু’ নামক সংবাদপত্র সংস্থা।
উল্লেখ্য, ভিডিওটির যে অংশে পীযূষ গোয়েলের ভাষণ রয়েছে, সেই অংশটি দুই সাংবাদিক টুইটও করেছিলেন। কিন্তু, টুইটারের তরফে ওই ভিডিওগুলিকে ‘প্রাইভেট’ চিহ্নিত করে সরিয়ে দেওয়া হয়। যদিও, এই ব্যাপারে পীযূষ গোয়েল বা সিআইআই-এর তরফে কোনো বক্তব্য পেশ করা হয়নি। এদিকে, এই ভিডিও প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি নিজ বক্তব্যে ভিডিওর প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করেন। তিনি দাবি করেন যে, কেন্দ্রীয় মন্ত্রীর তরফে শিল্পপতিদের আক্রমণ খুবই লজ্জাজনক। তিনি কেন্দ্রীয় মন্ত্রীর তরফে শিল্পপতিদের কাছে ক্ষমা চাওয়ারও দাবি তোলেন।
Published on Sunday, 15 August 2021, 9:25 pm | Last Updated on Monday, 23 August 2021, 9:53 pm by Bahok Desk









