বাহক নিউজ ব্যুরো: বাংলার শতাব্দী পুরোনো বিখ্যাত বর্ধমানের মিহিদানা ও সীতাভোগের মুকুটে জুড়লো নতুন পালক। এই দুই মিষ্টির জনপ্রিয়তার কারণে কেন্দ্রের উদ্যোগে দুটো বিশেষ এনভেলপ বা খাম তৈরী করা হল। শুক্রবারই বর্ধমানের ডাক অফিসে উদ্বোধন করা হল স্পেশাল কভারটি।
১৯০৫ সালে বড়োলাট লর্ড কার্জন যখন এ দেশে আসেন, তখন তাঁর মধ্যাহ্নভোজের সময় কারিগরকে বিশেষ মিষ্টি তৈরীর নির্দেশ দেন বর্ধমানের মহারাজ। বড়োলাটের সামনে তখন উপস্থিত করা হয় সীতাভোগ ও মিহিদানা। এই মিষ্টি খেয়ে যারপরনাই উচ্ছ্বসিত হয়েছিলেন তিনি। তারপর থেকেই মিহিদানা ও সীতাভোগের জয়যাত্রা শুরু। শুধু দেশে নয় , বিদেশেও পাড়ি দিচ্ছে এই মিষ্টি।
২০১৭ সালে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন বা জি আই ট্যাগ পেয়েছিল এই দুই মিষ্টি। এবার ভারতীয় ডাকবিভাগও শতবর্ষ পার করা এই দুই মিষ্টিকে স্বীকৃতি দিল। সীতাভোগ ও মিহিদানার ছবি ও তথ্য সম্বলিত এই বিশেষ খামটি এখন থেকে মাত্র ২০ টাকা মূল্যে পাওয়া যাবে দেশের যে কোনো পোস্ট অফিসে।