বাহক নিউজ ব্যুরো: পুনরায় তেল সঙ্কটের মুখে রাজ্য। ওয়েস্ট বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন এর দেওয়া বিবৃতি অনুযায়ী, কর্তৃপক্ষপক্ষ তাদের দাবীদাওয়া মেনে নেবে বলে আশ্বাস দিলে তারা ধর্মঘট তুলে নেয়। কিন্তু সে আশ্বাসই সার। কর্তৃপক্ষ তাদের কোনো দাবী দাওয়া মেটায়নি, তাই ৩১শে আগস্ট ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন তাদের এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন। জানা গিয়েছে , শনিবার থেকে মৌরিগ্রামে তারা তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে।ফলে কোলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণা ও নদীয়ায় তেল সরবরাহের পরিষেবা ব্যহত হতে পারে।
কমিশন বৃদ্ধি সহ আরো একাধিক দাবীতে
পশ্চিমবঙ্গ পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন এর আগেও ধর্মঘটের ডাক দিয়েছিল।