বাহক নিউজ় ব্যুরো: অবমাননার ফলে ক্ষুদ্ধ হল সুপ্রিমকোর্ট। ফলত, সুপ্রিমকোর্টের তরফে একপ্রকারের হুঁশিয়ারি দেওয়া হল হাইকোর্টকে। “যদি আরও একবার এমনটা করার সাহস তাঁরা দেখান…” ঠিক এমনই হুঁশিয়ারির মুখোমুখি হতে হল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টকে। সুপ্রিম কোর্টের এক নির্দেশকে বাইপাস করার প্রচেষ্টাতেই সুপ্রিমকোর্টের রক্তচক্ষুর মুখোমুখি হতে হল ওই দুই রাজ্যের হাইকোর্টকে।
সুপ্রিমকোর্টের বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এমআর শাহের একটি বেঞ্চ রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের আচরণে। তাঁরা বললেন, “আমরা চাই হাইকোর্টের বিচারকরা একটু শৃঙ্খলা মেনে চলুন। তাঁরা আমাদের আদেশ অতিক্রম করতে পারেন না। আমরা এই আচরণ মেনে নেব না”। এবাদেও, বিচারপতি চন্দ্রচূড় জানালেন যে, তিনি এব্যাপারে প্রধান বিচারপতি এনভি রামান্নাকে অবগত করবেন।
এই বেসরকারি সংস্থাকে শোকজের ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট বিবাদ। সুপ্রিমকোর্টের রায় মেনেই চণ্ডীগড়ের আবগারি ও কর বিভাগ সংশ্লিষ্ট সংস্থাকে শোকজ করা হয়েছিল। কিন্তু, এইদিকে সুপ্রিমকোর্টের বিচারপতিকে উপেক্ষা করে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সুপ্রিমকোর্টের নোটিশকে বাতিল করে দেয়। এরপরেই শুরু হয় সুপ্রিমকোর্ট বনাম হাইকোর্ট বিবাদ।