বাহক নিউজ় ব্যুরো: দীর্ঘ ১৮ মাস নিষেধাজ্ঞা জারি ছিল পর্যটকদের ভারতে প্রবেশের অধিকারে। এবার, অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নির্দেশিকা অনুসারে পাওয়া গেল ভিসায় ছাড়। তবে, এক্ষেত্রেও কেন্দ্রীয় মন্ত্রকের তরফে আরোপ করা হয়েছে কিছু শর্তাবলী। ওই শর্তাবলীর অধীনেই বিদেশী পর্যটকরা ভারতে ভ্রমণে আসতে পারবেন।

কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জারি নির্দেশিকা অনুযায়ী, নয়া নিয়ম জারি হবে ১৫ই অক্টোবর থেকে। এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, শুধুমাত্র যে সমস্ত যাত্রীরা চার্টার্ড প্লেনে চড়ে আসবেন, তারাই একমাত্র ভারতে পর্যটক হিসাবে প্রবেশের অনুমতি পাবেন। তবে, সঙ্গে এও জানানো হয়েছে, সাধারণ বিমানকে পরিবহনের মাধ্যম হিসাবে ব্যবহারকারী পর্যটকরা ১৫ই নভেম্বর থেকে ভারতে পা দিতে পারেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আরও পড়ুন – টাটা গোষ্ঠীর হাতেই ফিরল এয়ার ইন্ডিয়া, রতন টাটা টুইট করলেন ‘welcome back

উল্লেখ্য, করোনা বাড়াবাড়ির কারণেই ২০২০ সালে টুরিস্ট ভিসা বাতিল করা হয়েছিল। পরবর্তীকালে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলে টুরিস্ট ভিসা বাদ দিয়ে বাকি অন্যান্য ভিসা থেকে নিষেধাজ্ঞা সরিয়ে দিয়েছিল ভারত সরকার। কিন্তু, এই ১৮ মাসে অর্থাৎ দেড় বছরে একবারের জন্যও টুরিস্ট ভিসার ওপর থেকে নিষেধাজ্ঞা সরানো হয়নি। অবশেষে, বিভিন্ন রাজ্যের অনুরোধে কেন্দ্রীয় সরকারের তরফে এই ভিসার ব্যবহারে অনুমতি দেওয়া হয়।

Published on Saturday, 9 October 2021, 12:30 pm | Last Updated on Saturday, 9 October 2021, 12:30 pm by Bahok Desk