বাহক নিউজ় ব্যুরো: বুধবার ফের একবার সিপিএম-বিজেপি সংঘর্ষ হল ত্রিপুরায়। উত্তপ্ত হয়ে উঠল উদয়পুর। দুইদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাণিক সরকারের কেন্দ্র ধনপুরে সিপিএম-বিজেপি সংঘর্ষ হয়েছিল।
কর্মসংস্থান সহ ১৪ দফা দাবিতে উদয়পুরে মিছিল ও সমাবেশ করার কর্মসূচী ছিল ডিওয়াইএফআই ও টিওয়াইএফআই-এর। উদয়পুরে সিপিএমের মহকুমা অফিসে বেলা বাড়ার সাথে সাথে কর্মী, সমর্থকদের ভিড় বাড়তে থাকে। সিপিএম পার্টি অফিসের ভিড় বাড়া দেখে পার্টি অফিসের বাইরে জমায়েত করতে থাকে উদয়পুরের বিজেপির কর্মী ও সমর্থকরা। কর্মসূচীতে ব্যাঘাত ঘটানোই ছিল তাদের উদ্দ্যেশ্য। প্রথমে সিপিএম নেতারা আজকের কর্মসূচী বন্ধ রাখার কথাই ভাবছিলেন। কিন্তুু কর্মীরা পিছনে সরতে নারাজ ছিলেন। তারা বলেন কর্মসূচী থেকে সরবেন না তারা, তাতে সংঘর্ষ হলে হবে। কর্মীদের চাপে নেতারা রাজি হতে বাধ্য হন। মহকুমা অফিস থেকে রাস্তায় নামার পরই বিজেপি সমর্থকরা অশান্তির আবহ সৃষ্টি করে। এরপরই সংঘর্ষ বাঁধে। এক বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে পতাকার ডাণ্ডা দিয়ে মারে সিপিএম কর্মীরা। বিজেপি কর্মীরাও গাড়ি ভাঙচুর করে। বিজেপি কর্মীদের থেকে ছোড়া ইটের আঘাতে আহত হন এক সিপিএম কর্মী।
কর্মসূচীর কথা আগে জানানো সত্ত্বেও কেন পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি উঠছে সে প্রশ্ন। আগামী ১৫ তারিখে বাম ছাত্র-যুবদের রাজভবন ঘেরাও অভিযান আছে। ওইদিন আবার সংঘর্ষ উত্তপ্ত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। গত কিছুদিন ধরে সিপিএম-বিজেপি সংঘর্ষ যেন ত্রিপুরার রোজকার রুটিনে পরিণত হয়েছে।