বাহক নিউজ় ব্যুরো: শেষ পর্যন্ত ফুচকার জন্য স্বামীর সাথে বচসা করে আত্মঘাতী হলেন এক যুবতী। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। জানা গেছে ২৩ বছর বয়সী মৃতার নাম প্রতীক্ষা সারওয়াদে। তার স্বামী গহীনাথ সারওয়াদের বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলা দায়ের করেছে।
পুলিশ জানিয়েছে যে, ওই যুবতীর স্বামী তাকে না জানিয়েই রাতের খাবারের জন্য ফুচকা নিয়ে এসেছিল, কিন্তু যুবতী আগে থেকেই খাওয়ার তৈরী করে রেখেছিল এবং এই নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়।
ভারতী বিদ্যাপীঠ থানার এক আধিকারিক জানান, ২০১৯ সালে প্রতীক্ষা ও গহীনাথ বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি লেগেই থাকতো। এদিনও গহীনাথ প্রতীক্ষাকে না জানিয়ে ফুচকা আনায় তাদের অশান্তি চরমে ওঠে কারণ সে আগে থেকেই রাতের খাবার বানিয়ে রেখেছিল। এই অশান্তির জেরেই প্রতীক্ষা পরদিন সকালে বিষাক্ত পদার্থ খেয়ে নেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু ঘটে তাঁর।