Table of Contents
Bahok News Bureau : চলতি বছরের ২২শে নভেম্বর সকাল থেকেই জম্মু কাশ্মীরের রাজৌরি (Rajouri) জেলার কালাকোট জঙ্গলে সন্ত্রাসবাদীদের ও নিরাপত্তা বাহিনীর ( Indian Army) মধ্যে তীব্র সংঘর্ষ চলে। এই সংঘর্ষে নিহত হন দুই জন জঙ্গি নেতা এবং ৪ জন সেনা জওয়ান। আসুন জেনে নেওয়া যাক কি ঘটেছিল।
কি ঘটেছিল?
বুধবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) রাজৌরি জেলার কালাকোট (Kalakote) জঙ্গলে সন্ত্রাসবাদীদের সঙ্গে জোর সংঘর্ষ চলে সেনাবাহিনীর (Indian Army) সেনাবাহিনী সূত্রে খবর, ধর্মশালের বাজিমাল এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে জানতে পারে বুধবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু হয়। এরপরেই সেনা ও জঙ্গির সংঘর্ষের খবর পাওয়া যায়। প্রথমে নিরাপত্তা বাহিনী অনুমান করেছিল, ওই অঞ্চলে দুই জন জঙ্গি লুকিয়ে রয়েছে, কিন্তু যেভাবে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলেছে, তাতে মনে করা হচ্ছে যে, সম্ভবত ওই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গির সংখ্যা অনেক বেশি। ২০০৩ সাল থেকে পীরপঞ্জল বনাঞ্চলে সন্ত্রাসবাদীদের খুব একটা আনাগোনা ছিল না। কিন্তু, ২০২১ সালের পর থেকে এই অঞ্চলে একের পর এক জঙ্গি দমন অভিযান চালাতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে। গত দুই বছরে ওই এলাকায় ৩০ জনের বেশি সেনা সদস্য শহিদ হয়েছেন।
প্রতিরক্ষা বিভাগ সূত্রে খবর
জম্মুর প্রতিরক্ষা বিভাগ সূত্রে জানা গেছে যে, নিহত জঙ্গি নেতার নাম কারি, যিনি লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) জঙ্গি গোষ্ঠীর অন্যতম সদস্য ছিল বলে জানা গেছে। তাকে কাশ্মীরে পাঠানো হয়েছিল সন্ত্রাসবাদকে জাগিয়ে তুলতে। পাকিস্তান ও আফগানিস্তানে তাকে সন্ত্রাসবাদী কাজকর্মের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আইইডি (IID) বা বিস্ফোরক তৈরি, গুহায় লুকিয়ে থেকে সন্ত্রাসবাদ পরিচালনা, স্নাইপার রাইফেল থেকে গুলি ছোড়ায় পারদর্শী ছিল সে। গত এক বছর ধরে সে তার দলবল-সহ রাজৌরি ও পুঞ্চ জেলায় বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছিল। এমনকি ওই এলাকায় সাম্প্রতিককালের বেশ কয়েকটি হামলার মূল কান্ডারী ছিল সম্ভবত সে। তাকে অনেকদিন ধরেই খুঁজছিল নিরাপত্তা বাহিনী। এই জঙ্গি নেতার মৃত্যু, কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। তবে, লস্কর জঙ্গি নেতাকে নির্মূল করার সাফল্যের পাশাপাশি রয়েছে শোকের খবর। জঙ্গিদের গুলিতে শহিদ হন এক মেজর ব়্যাঙ্কের কর্তা, একজন ক্যাপ্টেন এবং ২ জন জওয়ান। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন জওয়ান।
আরও পড়ুন: Deepfake বিতর্ক : ডিপ ফেক নয়, এটা আমি!’ মোদীর ভাইরাল গরবা ভিডিও নিয়ে মুখ খুললেন মোদীর ডপেলগ্যাঞ্জার
আরও পড়ুন: Deepfake : এবার ডিপফেক নিয়ে কড়া বার্তা অশ্বিনী বৈষ্ণবের! কি বললেন জানুন বিশদে
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।