Table of Contents
Bahok News Bureau: প্রতি বছর ৪ঠা ডিসেম্বর, ভারতীয় নৌবাহিনী দিবস পালিত হয়। ভারতীয় নৌবাহিনী ও নৌসেনাদের কুর্নিশ জানাতেই এই দিনটিকে (Indian Navy Day) পালন করা হয়।
কেন নৌ দিবস পালন করা হয়?
এখন প্রশ্ন হলো কেন এই দিনটিকেই বেছে নেওয়া হলো? কি এর ঐতিহাসিক প্রেক্ষাপট? চলুন জন যাক।
ভৌগোলিক ও রাজনৈতিক ভাবে প্রতিবেশী রাষ্ট্রদের মধ্যমনি হলো ভারত। আরব ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী এই রাষ্ট্র অনেক রাষ্ট্রের রক্ষাকবচ। পাশাপাশি ভারতের উপকূলীয় সমস্যাও কিছু কম না।সেই সমস্ত সমস্যা সমাধানে ভারতের একমাত্র ভরসাস্থল ভারতের নৌবাহিনী। এই নৌবাহিনীর ই একটি উল্লেখযোগ্য কর্মকাণ্ড কে স্মরণ করতে আর তাদের অবদানকে কুর্নিশ জানাতেই এই দিনটিকে পালন করা হয়।
অপারেশন ত্রিশূল কি (Operation Trident)?
১৯৭১ সালে ভারত – পাকিস্তান যুদ্ধের সময় শুরু হয় অপারেশন Trident. ৪ঠা ডিসেম্বর রাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে এই অপারেশনটি করেন। করাচি হারবারে এই অপারেশনের মধ্যে দিয়ে ভারত PNS খাইবার সহ চারটি পাকিস্তানি জাহাজ কে বাজেয়াপ্ত করে। ভারতের এই জয় নৌবাহিনীর একটি ঐতিহাসিক অবদান।
৪ঠা থেকে ১৬ ই ডিসেম্বর পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধ চলে। এই অপারেশন টি সাফল্য লাভ করার পর ভারত অপারেশন পাইথন ও অপারেশন ক্যাকটাস কেও সাফল্যমন্ডিত করে।
কিভাবে নৌদিবস (Indian Navy Day) পালন করা হয়?
এই অপারেশন এর সময় যাঁরা শহীদ হন তাদের কর্মকাণ্ড কে শ্রদ্ধা জানাতে এই দিনটি (Indian Navy Day) কেই শুধু উদযাপন করা হয় না,পাশাপাশি নৌ দিবস সপ্তাহও পালন করা হয়। এই সপ্তাহ তে নৌ স্কুল সহ আরো নানান জায়গায় নানান উৎসব পালন কড়া হয়।
ট্যাটু অনুষ্ঠান প্রতিযোগিতা, জাহাজগুলি দর্শক এবং স্কুলের শিশুদের জন্য উন্মুক্ত করা হয়। সেখানে একজন অভিজ্ঞ নাবিকদের মধ্যাহ্নভোজ, নেভাল সিম্ফোনিক অর্কেস্ট্রার পারফরম্যান্স অনুষ্ঠিত হয়, ভারতীয় নৌবাহিনী আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা হয়, একটি নেভি হাফ ম্যারাথনের পাশাপাশি স্কুলের শিশুদের জন্য একটি এয়ার ডিসপ্লে এবং বিটিং রিট্রিট এবং উন্মুক্ত সমুদ্র সাঁতার এর অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়। দেশের নৌবাহিনীর প্রধান অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি নৌবাহিনীর অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের সর্বাধিক গুরুত্ব কে তুলে ধরেন।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে, স্কুলগুলিতে এই নিয়ে সচেতনতা গড়ে তোলার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় থাকে।
এই বছরের থিম:
প্রতি বছর এই দিনটির জন্য আলাদা আলাদা থিম রাখা হয়।এই বছরের থিম হল – Operational Efficiency, Readiness, and Mission Accomplishment in the Maritime Domain”
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।