বাহক নিউজ় ব্যুরো: ডেঙ্গু দমনে নতুন ওষুধ আবিষ্কার করলেন ভারতীয় বিজ্ঞানীরা। লখনউয়ে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জানান যে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে নয়া ওষুধ আবিষ্কার করেছেন তারা। ওষুধের নাম ‘একিউসিএইচ’। সংবাদ সংস্থা সূত্রে খবর যে, ভারতের মুম্বাইয়ের একটি ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউট এই ওষুধের মানবদেহে পরীক্ষা-নিরীক্ষা করার অনুমতি পেয়েছেন সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটের তরফে।
জানা যাচ্ছে এই হিউম্যান ট্রায়াল সারা ভারতের মোট ২০টি রাজ্যে করা হবে। ডেঙ্গু দমনে কার্যকর এই ওষুধ প্রধানত অ্যান্টিভাইরাল প্রকৃতির। এই ওষুধ ইতিমধ্যেই ল্যাব ও ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখা হয়েছে। যা সাফল্য পেয়েছে বলেই জানা যাচ্ছে। এবার শুধু মানবদেহে পরীক্ষার অপেক্ষা।
সারা ভারতে কয়টি রাজ্যের মানুষের উপরে চলবে এ ট্রায়াল। তার মধ্যে রয়েছে কানপুর, লখনৌ ,আগ্রা, মুম্বাই, থানে, পুনে, ঔরঙ্গাবাদ ,আমেদাবাদ ,কলকাতা, বেঙ্গালুরু ,ব্যাঙ্গালোর ,ম্যাঙ্গালোর, বেলগাম, চেন্নাই, জয়পুর, চন্ডিগড়, বিশাখাপত্তনম, কটক, খুরদা ও নাথওয়ারা। প্রত্যেকটি রাজ্যের একটি নির্দিষ্ট মেডিকেল কলেজে করা হবে এই পরীক্ষা।
আরও পড়ুন – নাম বদলে যাচ্ছে ফেসবুকের, কোন নতুন ‘দিগন্ত’-এর দিশা দেখাবেন জুকারবার্গ
এই পরীক্ষায় অংশ নেওয়ার সর্বনিম্ন বয়স সীমা নির্ধারিত করা হয়েছে ১৮ বছর। এই ওষুধ প্রয়োগের ৪৮ ঘণ্টা আগে শরীরের ডেঙ্গু সংক্রমনের প্রমাণ থাকতে হবে। রোগীকে আট দিন হাসপাতালে রাখা হবে। তার মধ্যে সাত দিন তাকে ওই ড্রাগ দেওয়া হবে । এরপর প্রায় সতের দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে ।এই ওষুধ দেওয়ার ফলে রোগীর দেহে কী প্রতিক্রিয়া বা কোনো পার্শ্বেপ্রতিক্রিয়া হচ্ছে কি না দেখা হবে।